প্রচ্ছদ / খবর / মোল্লাহাট থেকে ৩৫ হাজার ভারতীয় জাল রুপি সহ আটক ২

মোল্লাহাট থেকে ৩৫ হাজার ভারতীয় জাল রুপি সহ আটক ২

বাগেরহাটের মোল্লাহাট থেকে ৩৫ হাজার ভারতীয় জাল রুপীসহ দুই ব্যক্তিকে আটক করেছে ডিবি পুলিশ।
Bagerhat-District-Mapশনিবার রাতে রুপী লেনদেনের সময়ে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করে ডিবি।
আটককৃতরা হলো মোল্লাহাট উপজেলার চাউলটুলি গ্রামের নগরবাসী পান্ডের ছেলে গোপাল পান্ডে (২৭) ও দত্তডাঙ্গা গ্রামের মোশারেফ মোল্লার ছেলে আফজাল মোল্লা (৩৮)।
অভিযানে নেতৃত্ব প্রদান কারি ডিবি’র উপ-পরিদর্শক আবু সিদ্দিক ও জিয়াউর রহমান বাগেরহাট ইনফোকে জানান, রুপি লেনদেনের গোপন সংবাদে খবর পেয়ে ডিবি পুলিশের একটি টীম শনিবার বিকাল থেকে ঐ এলাকায় অবস্থান নেয়। মোল্লাহাটের উত্তর আমবাড়ী একটি মন্দীরের পাশ থেকে পুলিশ তাদের আটক করে।
এ সময়ে আনিস মোল্লা নামের এক ব্যক্তি পালিয়ে যায় বলে জানান তারা।
ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসএই) আবু সিদ্দিক বগেরহাট ইনফোকে জানান, শনিবার রাতে রুপী লেনদেনের সময়ে ৩৫ হাজার ভারতীয় জাল রুপিসহ ২ জনকে আটক করা হয়। আটককৃতদের নিকট থেকে ৫শ রুপির ৭০ টি নোট উদ্ধার করা হয়। যার সবগুলোই জাল।
প্রতারণার মাধ্যমে রুপির বিনিময়ে টাকা হস্তগত করতে গিয়ে ওই দুই জন আটক করও এসময় এক জন পালিয়ে যায় বলে তিনি জানান।
আটককৃতদের ডিবি হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
১৫ সেপ্টেম্বর ২০১৩ :: নিউজ করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।

About ইনফো ডেস্ক