প্রচ্ছদ / খবর / চাঁদা না দেওয়ায় আটোচালকে পিটিয়ে হত্যা

চাঁদা না দেওয়ায় আটোচালকে পিটিয়ে হত্যা

বাগেরহাটের মোল্লাহাটে চাঁদার দাবীতে আওয়ামী লীগ দলীয় ফকরু সন্ত্রাসী বাহিনীর হাতে সাঈদ শেখ (২৫) নামের আওয়ামী লীগ সমর্থক এক আটো বাইক চালক খুন হয়েছে।
murderশনিবার দুপুর আনুমানিক ৩ টার দিকে মোল্লাহাট উপজেলার জয়ডিহি এলাকায় এঘটনা ঘটে।
নিহত সাঈদ মোল্লাহাট উপজেলার দক্ষিন গাড়ফা গ্রামের বেলায়েত শেখের ছেলে। সে মোল্লাহাট উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের ইউনিট কমান্ডার শাহিনুল আলম ছানা মিয়ার আত্মীয় বলে জানায় গেছে।
প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার দাবী করেছে, সাঈদ শেখ মোল্লাহাট উপজেলা সদর থেকে গাংনি এলাকায় যাত্রী নিয়ে যাওয়ার সময় জয়ডিহি নামক স্থানে পৌছালে স্থানীয় শাসক দলের আশ্রিত সন্ত্রাসী ফকরু বাহিনীর সন্ত্রাসীরা তার কাছে চাঁদা দাবী করে।
সে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসী ফকরু ও তার বাহিনীর লোকজন অটো বাইক চালককে টেনে হিছড়ে নামিয়ে হাতুড়ি দিয়ে বেধড়ক মারপিট করে অচেতন অবস্থায় ফেলে রেখে যায়।
পরে পথচারীরা তাকে উদ্ধার করে মোল্লাহাট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
মোল্লাহাট ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আসম খায়রুল আনম বাংলানিজকে জানান, অটোবাইক চালকদের এলাকা ভিত্তিক একটি সিন্ডিকেট রয়েছে। নিহত আটো চালক ওই সিন্ডিকেটের সদস্যদের চাঁদা দিতে অস্বীকার করায় তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করে।
পুলিশ লাশ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে মর্গে প্রেরন করেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
২১ সেপ্টেম্বর ২০১৩ :: নিউজ করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।

About ইনফো ডেস্ক