মোড়েলগঞ্জ : বাগেরহাটের মোড়েলগঞ্জ পৌর সদরের ৫ নং ওয়ার্ডের সেরেস্তাদার বাড়ি এলাকার বাসিন্দা কৃষ্ণ কান্ত মালি। এখন তার বয়স ১৩০ বছর। বয়সের ভারে ন্যুব্জ এ বৃদ্ধ এখন অনেকটা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছেন।
এখনো এক হাতে লাঠি নিয়ে ধীর পদক্ষেপে ঘুরে বেড়ায় বাজারের বিভিন্ন অলি গলি। ২ বছর আগেও সে বেঁচে থাকার তাগিদে জীবন সংগ্রাম চালাতে পান বিক্রি করে সংসার চালাতেন।
৩ ছেলে ৫ মেয়ে, নাতি-নাতনী, নিয়ে তার সংসার। এবয়সে অতিশিপর বৃদ্ধ নাতিদের সংসারের পুতি ও পুতিদের সংসারে সন্তান (ছাতি) দেখার সৌভাগ্য হয়েছে তার। বংশানুক্রমের পিতার পান বিক্রির ব্যবসা ধরে রেখেছে ৩ ছেলে। ছেলেরা তাদের যার যার সংসার নিয়ে ব্যস্ত থাকে। সহজে কেউ অতিশিপর এ বৃদ্ধ পিতার খোঁজ নিতে চায়না ছেলেরা।
পালাক্রমে ছেলে মেয়েদের সংসারে দিন মাস আর বছর কাটে তার। ছেলেরা পূঁজির অভাবে পারিবারিক ব্যবসা পান বিক্রি বন্ধ হওয়ার উপক্রম।
এ বয়সে এসেও কৃষ্ণ কান্ত মালির ভাগ্যে জোটেনি বয়স্ক ভাতা। বছরের পর বছর বয়স্ক ভাতার জন্য কাউন্সিলরসহ সংশ্লিষ্টদের কাছে বার বার ধন্যা দিয়েছেন। কিন্তু কোন কাজ হয়নি।
ছেলেরা পিতার বয়স্ক ভাতার জন্য চেষ্টা করেছেন। ধন্যা দিয়েছেন কাউন্সিলরের কাছে। কিন্তু আজও তার ভাগ্যে জোটেনি বয়স্ক ভাতা।
কৃষ্ণ কান্ত মালি আক্ষেপ করে বলেন আর কত বয়স হলে বয়স্ক ভাতা পাবেন। জীবন মৃত্যুর সায়াহ্নে তিনি একবারের জন্যও হলেও বয়স্ক ভাতা পাবার আকুতি জানান।
এব্যাপারে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আয়নাল হক বাগেরহাট ইনফোকে জানান, ২ বছর ধরে বয়স্ক ভাতার জন্য কোন তালিকা তৈরির সরকারি কোন নির্দেশনা ছিলনা। তবে এবছর তালিকা তৈরি হলে তার নাম অন্তর্ভূক্ত করা হবে বলে তিনি জানান।
২২ সেপ্টেম্বর ২০১৩ :: এম.পলাশ শরীফ,
বাগেরহাট ইনফো ডটকম।।
বাগেরহাট ইনফো ডটকম।।
এসআই-ইনপুট নিউজ এডিটর/বিআই
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More