প্রচ্ছদ / খবর / তীব্র প্রতিক্রীয়ার মুখে পৌরসভার বর্ধিত পানির বিল প্রত্যাহার

তীব্র প্রতিক্রীয়ার মুখে পৌরসভার বর্ধিত পানির বিল প্রত্যাহার

বাগেরহাট পৌরসভার সম্প্রতি পাশকৃত বাজেটের পানির বর্ধিত বিল প্রত্যাহার করা হয়েছে।

Bagerhat-Photo23.09.13সোমবার সকলে বাগেরহাট স্বাধীনতা উদ্যানে পৌর কর্তিপক্ষের উদ্যোগে বাগেরহাট পৌরসভার পানির গ্রাহকগনের সঙ্গে বর্ধিত পানির বিল সক্রন্ত বিষয়ে পৌর পরিষদের মত বিনিময় সভা গ্রাহকদের চাপের মুখে এ সিদ্ধান্ত জানান পৌর মেয়রের।

এ সময় পৌর মেয়র খান হাবিবুর রহমান বলেন, পানির বিলে অতিরিক্ত ভর্তুকির বিষয়টি বিবেচনা করে সম্প্রতি পানির বিল বাড়ানোর সিদ্ধান্ত নেয় পৌর পরিষদ। ফলে পৌরসভার নির্ধারিত পানির বিল ‍১৫০ টাকার স্থলে ২৫০ টাকা এবং  ২০০ টাকার স্থলে ৩০০ টাকা করা হয়।

তিনি বলেন, পৌরবাসীর সহযোগিতায় অচিরেই বাগেরহাট পৌরসভা মডেল হিসেবে রুপান্তরিত হবে। এছাড়া নতুন আরেকটি ওর্য়াড পৌরসভায় সংযোজিত হতে যাচ্ছে বলেও জানান তিনি।

এসময় পৌর মেয়র খান হাবিবুর রহমানের সভাপতিত্ব উপস্থিত ছিলেন ওয়ার্ড কমিশনার সরদার শামীম হাসান, সালেহা বেগম, মো: মনিজ্জামান, সরদার লিয়াকাত আলী ও আবুল হাসেম শিপন সহ পৌরসভার পানির গ্রাহকরা।

উল্লেখ, আগোষ্ট’১৩ মাস থেকে বাগেরহাট পৌরসাভা পানির গ্রাহকদের উপর ১০০টাকা হারে বর্ধিত বিল কার্যকর করে। পরে গ্রাহকদের তিব্র প্রতিক্রীয়ার পর পৌর কর্তিপক্ষ গ্রাহকদের সাথে মত বিনিময়ের আয়জন করে পৌর কর্তিপক্ষ।

২৩ সেপ্টেম্বর ২০১৩ :: ইনজামামুল হক, নিউজ করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।

About ইনফো ডেস্ক