প্রচ্ছদ / খবর / সুন্দরবন থেকে অপহৃত ৭০ জেলে উদ্ধার

সুন্দরবন থেকে অপহৃত ৭০ জেলে উদ্ধার

সুন্দরবন পশ্চিম বন বিভাগের সাতক্ষীরার কৈখালী মাথা ভাংঙা এলাকা থেকে মুক্তিপণের দাবিতে অপহৃত ৭০ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড।
বুধবার সন্ধ্যায় তাদের উদ্ধার করা হয়। এ সময় জেলেদের ব্যবহৃত ২৬টি নৌকাও উদ্ধার হয় বলে কোষ্টগার্ড জানান।
মংলা কোস্ট গার্ড পশ্চিম জোনের অপারেশন অফিসার লে. কমান্ডার আতিকুর রহমান  বাগেরহাট ইনফোকে জানান, সন্ধ্যায় কোস্ট গার্ডের নবগঠিত সাতক্ষীরার কৈখালী স্টেশনের একটি টহল দল ওই এলাকায় টহল দিতে যায়। এ সময় তারা দুর থেকে কিছু জেলেদের সাথে ধস্তা ধস্তির বিষয়টি লক্ষ করে। তখন টহল দল এগিয়ে গেলে বনদস্যুরা ২৬ জেলেকে ফেলে রেখে পালিয়ে যায়।
পরে তাদের ধাওয়া করে বনের গহিনে অভিজান চালিয়ে সেখান থেকে আরও ৩৪ জেলেকে উদ্ধার করে তারা। এসমায় জেলেদের ব্যবহৃত ২৬টি নৌকা ও জাল উদ্ধার কারা হয় বলে জানান ঐ কেস্ট গার্ড কর্মকর্তা।
তবে এসময় কোনো বনদস্যুকে আটক করতে পারেনি বলে জানিয়েছেন তিনি। জেলেদের বরাত দিয়ে আতিকুর রহমান বলেন, বনদস্যু হালিম বাহিনীর হাতে তারা জিম্মি ছিলেন।
তাদেরকে বর্তমানে স্থানীয় শ্যামনগর উপজেলার কৈখালী ইউপি চেয়ারম্যান রেজাউল করিমের কাছে হস্তান্তরের করা হচ্ছে।
তবে তাৎক্ষণিকভাবে জেলেদের নাম, পরিচয় এবং কবে কোথা থেকে তাদের অপহরণ করা হয় তা জানাতে পারেনি কোস্ট গার্ড কর্মকর্তারা।

০২ অক্টোবর ২০১৩ :: নিউজ ডেস্ক,
বাগেরহাট ইনফো ডটকম।।

এসআইএইচ-নিউজ এডিটর/বিআই

About ইনফো ডেস্ক