প্রচ্ছদ / খবর / বাগেরহাটে বিশিষ্ট ব্যক্তিদের কাছে চাঁদা দাবী; ১জন গ্রেফতার

বাগেরহাটে বিশিষ্ট ব্যক্তিদের কাছে চাঁদা দাবী; ১জন গ্রেফতার

চরমপন্থী পরিচয়ে মোবাইলে বাগেরহাটের বিভিন্ন ব্যক্তির নিকট দির্ঘ্যদিন ধরে চাঁদা দাবী করার অভিযোগে হরপ্রসাদ হালদার (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বাগেরহাট গোয়েন্দা পুলিশ।
BagerhatPhoto(03.10.13)বৃহস্পিতিবার দুপুর সাড়ে ৩টার সময় খুলনার ডাক বাংলা এলাকার একটি বেসরকারি কুরিয়ার সার্ভিস থেকে তাকে আটক করে  বাগেরহাট গোয়েন্দা পুলিশের একটি দল।
আটকৃত হরপ্রসাদ হালদার ওরফে মিঠু বাগেরহাট পৌরসভাস্থ শালতলার এলাকার এ্যাডভোকেট চিত্তরঞ্জন হালদারের ছেলে।
গ্রেফতার হরপ্রসাদ হালদার ওরফে মিঠু ভারতের পূনের সেন্ট জর্জ বিশ্ববিদ্যালয় থেকে ল’ অব ইংলিশ লিটারেচার এ অনার্স সম্পান্ন করে বলে পুলিশ জানিয়েছে।
বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, বিভিন্ন সময় চাঁদার দাবীতে সে শহরের পৌর মেয়র, বিশিষ্ট ব্যবসাযী ও বিভিন্ন পেশার লোকদের মোবাইল ফোনে হুমকি প্রদান করে আসছিল।
বাগেরহাটের পৌর মেয়র খান হাবিবুর রহমান, বিশিষ্ট ব্যাবসায়ী সুভাষ দাস, এনজিও কর্মিসহ বিভিন্ন ব্যক্তির নিকট মোবাইল ফোনে চরমপন্থী পরিচয়ে চাঁদা দাবী করার বিষয়টি পুলিশে জানান। বিষয়টি নিয়ে বেশ বিব্রত কর অবস্থায় পড়ে বাগেরহাট জেলা পুলিশ। পরে বিষয়টি তদন্তের জন্য পুলিশের গোয়েন্দা সংস্থা (ডিবি) তে হস্তান্তর কারা হয়।
সর্বশেষে আজ সাকালে ব্যাবসায়ী সুভাষ দাস এর নিকট রশিদুজ্জামান পরিচয়ে ২লাক্ষ টাকা দাবি করে। পরে আজ দুপুরে তার মোবাইল নম্বর ০১৯৮৬-২৮১৩০৮ নম্বরে খুলনার সুন্দরবন কুরিয়ার সার্ভিস এর ডাকা বাংলা শাখায় পুলিশকে অবহিত করে ৫হাজার টাকা প্রদন করেন তিনি।
সে মোতাবেক বাগেরহাট গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রেজাউল করিমের নেত্রীত্বে একটি দল বৃহস্পতিবার বিকালে তাকে আটক করে।
এসময় তার কাছ থেকে ২টি মোবাইল ফোন, ৩টি সিম কার্ড ও চাঁদার ৫০০০টাকা উদ্ধার করা হয় বলে বাগেরহাট ইনফোকে জনিয়েছেন অভিযানে অংশ নেয়া ডিবির এসআই জিয়াউর রহমান।
বাগেরহাটের পুলিশ সুপার (এসপি) মোল্যা নিয়ামুল হক বাগেরহাট ইনফোকে জানান, আটককৃত হরপ্রসাদ হালদার গত ১মাস ধরে বাগেরহাটের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের নিকট বিভিন্ন দাবিতে চাঁদা চেয়ে আসছিল।

০৩ অক্টোবর ২০১৩ :: নিউজ ডেস্ক,
বাগেরহাট ইনফো ডটকম।।

এসআইএইচ-নিউজ এডিটর/বিআই

About ইনফো ডেস্ক