কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ‘একটা ছাগলের অধিনে বাংলাদেশে নির্বাচন হলেও শেখ হাসিনার অধিনে দেশে কোন নির্বাচন হবে না। আগামী জাতীয় নির্বাচনে আওয়ামীলীগ ৩০-৪০ টি আসনের বেশি পাবে না।’
রবিবার দুপুরে বাগেরহাট স্বাধীনতা উদ্যানে জেলা বিকল্পধারার কর্মী সমাবেশে বিশেষ অতিথির বক্তবে তিনি এসব কথা বলেন।
এ সরকারের আমলে দেশ-জনগন ও গনতন্ত্র নিরাপদ নয় উল্লেখ করে তিনি বলেন, আমি মুক্তিযুদ্ধ না করলে বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেত না। এখনকার আওয়ামী লীগের বড়বড় নেতারা গোরস্থানে থাকতে হতো। বঙ্গবন্ধু হত্যার পর আমি প্রতিবাদ না করলে আজকের আওয়ামী লীগের নেতারা গর্ত থেকে বের হতে পারত না।
আওয়ামী লীগের লোকেরা তাকে রাজাকার বলায় তিনি বলেন, তাদের এই অধপতন দেখে আমার মরতে ইচ্ছা করে। আমার হাতে মৃত্যু নেই তাই মরে যেতে পারছিনা।
সমাবেশে সাবেক রাষ্ট্রপতি ও বিকল্প ধারার প্রেসিডেন্ট ডাঃ একিউএম বদরুদ্দোজা চৌধুরী প্রধান অতিথির বক্তৃতায় বলেন, বর্তমান সরকারের রাষ্ট্রীও পৃষ্টপোষকতায় দূর্নীতি সব কিছু গ্রাস করে নিচ্ছে। তাদের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তারা নিজেদের মত করে সংবিধান সংশোধন করেছে।
বি. চৌধরী বলেন, এ সরকার শেয়ার বাজার, ব্যাংক লুট, পদ্মা সেতুতে দূর্নীতি করেই খ্যান্ত হয়নি,- এখন তারা দেশে নোবেল জয়ী প্রতিষ্ঠান গ্রামীন ব্যাংকের টাকা লুটপাটের আয়োজন করছে।
বিকল্প ধারার বাগেরহাটের সভাপতি ও কেন্দ্রিয় কমিটির যুগ্ম মহাসচিব বেগ মাহাতাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনান্যের মধ্যে বক্তব্য বাখেন, বিকল্প ধারা বাংলাদেশের কেন্দ্রিয় সিনিয়র সহ-সভাপতি সাইদুর রহমান, কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রিয় যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল সিদ্দিকী, মহিলা ধারার সভানেত্রী এ্যানজেল মৃধা, জেলা যুবধারার সভাপতি বেল্লাল হোসেন প্রমুখ।
এসময় বক্তারা জনগণকে ঐক্যবদ্ধ হয়ে রামপালে তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রতিহতের আহ্বান জানান।
সমাবেশে নেতারা দেশবাসীর প্রতি এই সরকারকে রুখে দেওয়ার আহব্বান জানিয়ে আগামী নর্বাচনে বি. চৌধরী, কাদের সিদ্দিকী ও ড. কামালের নেত্বৃ্ত্তে বিকল্প রাজনৈতিক শক্তি গোড়ে তোলা হবে বলে ঘোষনা করেন।
০৬ অক্টোবর ২০১৩ :: নিউজ ডেস্ক,
বাগেরহাট ইনফো ডটকম।।
বাগেরহাট ইনফো ডটকম।।
এসআইএইচ-নিউজ এডিটর/বিআই
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More