প্রচ্ছদ / খবর / বাগেরহাটে ডিপ্লোমা মেডিকেল ইন্টার্নী শিক্ষার্থীদের মানববন্ধন

বাগেরহাটে ডিপ্লোমা মেডিকেল ইন্টার্নী শিক্ষার্থীদের মানববন্ধন

BagerhatPhoto(07.10.2013)দেশব্যাপী ডিপ্লোমা মেডিকেল ইন্টার্নী এ্যাসোসিয়েশনের ৫ দফা দাবী আদায়ের অংশ হিসাবে বাগেরহাটে মানববন্ধন কর্মসূচী পালন করেছে ইন্টার্নী মেডিকেল শিক্ষার্থীরা।
সোমবার সকালে বাগেরহাট প্রেস ক্লাবের সামনে প্রায় দেড়’ঘন্টা ব্যাপী এ মানববন্ধনে অংশ নেয় কয়েক’শ ডিপ্লোমা মেডিকেল ইন্টার্নী শিক্ষার্থী।
তাদের দাবী গুলোর মধ্যে রয়েছে-  ইন্টার্নীশীপে ভাতা ও আবাসন সুবিধা প্রদান, চাকুরীর ক্ষেত্রে ২য় শ্রেনীর পদমর্যাদা, চলমান পদোন্নতি প্রদান, প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে মেডিকেল ইনষ্টিটিউট করা এবং উচ্চ শিক্ষার সুযোগ প্রদান।
এসময় বক্তৃতা করেন, বাগেরহাট ডিপ্লোমা মেডিকেল ইন্টার্নী এ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি অমিত মন্ডল, সহ সাংঠনিক সম্পাদক  জামিনুর রহমান, বাগেরহাট জেলা শাখার সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক দ্বীপা চৌধুরী, নিশাত তাসমিন, বিপুল বাটন, ফাতেমাতুজ জোহরা প্রমুখ।
এসময় বক্তারা ডিপ্লোমা মেডিকেল ইন্টার্নী এ্যাসোসিয়েশনের দাবীগুলো মানা না হলে পরবর্তীতে অনশনসহ কঠোর কর্মসূচী পালনের ঘোষনা দেয়।
০৭ অক্টোবর ২০১৩ :: নিউজ ডেস্ক,
বাগেরহাট ইনফো ডটকম।।

এসআইএইচ-নিউজ এডিটর/বিআই

About ইনফো ডেস্ক