প্রচ্ছদ / খবর / সুন্দরবনে দু’টি হরিণসহ দুই পাচারকারী আটক

সুন্দরবনে দু’টি হরিণসহ দুই পাচারকারী আটক

সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের চরাপুটিয়া সংলগ্ন হলদিয়া খাল থেকে পাচারের সময় দু’টি হরিণসহ দুই পাচারকারীকে আটক করেছে বন বিভাগ।
শনিবার ভোরে পূর্ব সুন্দরবনের চরাপুটিয়া এলাকার হলদিয়া খাল থেকে একটি জবাইকৃত ও একটি জীবিত হরিণসহ মো. মুনছুর আলী (৫০) ও মো.  মানিক শেখ (২৫) নামে দুই পাচারকারীকে আটক করে বনপ্রহরীরা।
আটক পাচারকারীরা হলেন, বাগেরহাটের রামপালের আফতাব উদ্দিনের শেখের ছেলে মো. মুনছুর আলী (৫০) ও আমজাদ শেখের ছেলে মো. মানিক শেখ (২৫)।
চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা মো. খলিলুর রহমান বাগেরহাট ইনফোকে জানান, ভোরে হলদিয়া খাল দিয়ে ইঞ্জিনচালিত একটি নৌকাযোগে হরিণ দুটি নিয়ে খুলনার কয়রার দিকে যাচ্ছিল পাচারকারীরা। এ সময় চাঁদপাই রেঞ্জের টহলদল তাদের নৌকা তল্লাশি করে একটি জবইকৃত ও একটি জীবিত হরিণ সহ দুই পাচারকারীকে আটক করে। এসময় নৌকায় থাকা অপর দুই জন লাফিয়ে বনের গহীনে পালিয়ে যায়।
জীবিত হরিণটিকে সকাল ৮টার দিকে সুন্দরবনের করমজল হরিণ প্রজনন কেন্দ্রে চিকিৎসার জন্য পাঠান হচ্ছে।
তিনি আরও জানান, শিকারী চক্রটি দীর্ঘদিন ধরে বন থেকে হরিণ শিকার করে দেশের বিভিন্ন এলাকায় পাচার করে আসছে। আটকদের বিরুদ্ধে বন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
করমজল হরিণ প্রজনন কেন্দ্রের ইনচার্জ ও বন্যপ্রাণী বিশেষজ্ঞ আ: রব বাগেরহাট ইনফোকে জানান, হরিণটির একটি শিং ভাঙ্গা এবং না খেয়ে দুর্বল হয়ে পড়েছে। চিকিৎসা শেষে হরিণটিকে পুনরায় বনে ছেড়ে দেয়া হবে।
প্রসঙ্গত: প্রতিনিয়ত বনবিভাগ, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হাতে আটক হচ্ছে জীবিত ও মৃত বন্যপ্রাণী এবং চোরা শিকারীরা। তবুও থেমে নেই এই শিকারিদের অপতৎপরতা।
১২ অক্টোবর ২০১৩ :: নিউজ ডেস্ক,
বাগেরহাট ইনফো ডটকম।।

এসআইএইচ-নিউজ এডিটর/বিআই

About ইনফো ডেস্ক