প্রচ্ছদ / খবর / মোরেলগঞ্জে এক জামাত নেতা গ্রেপ্তার

মোরেলগঞ্জে এক জামাত নেতা গ্রেপ্তার

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. হাবিবুল্লাহকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে নাশকতার চেষ্টা অভিয়োগে দায়ের করা মামলায় আদালতের মাধ্যমে তকে জেল হাজতে পাঠান হয়েছে।
গতকার (সোমবার) রাতে মোরেলগঞ্জ থানা পুলিশ নাশকতার সৃষ্টির পরিকল্পনার যুক্ত থাকার অভিযোগে তকে আটক করে।
এ সময় তার কাছ থেকে দুটি বিলবোর্ড উদ্ধার করে বলে পুলিশ জানান।
জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি শেখ আব্দুল ওয়াদুদ বাগেরহাট ইনফোকে জানান, শরণখোলা-মোরেলগঞ্জ (বাগেরহাট-৪ আসন) এলাকার জামাত সমার্থীত প্রার্থী অধ্যাপক শহীদুল ইসলামের ঈদ শুভেচ্ছা সম্বলিত দু’টি বিলবোর্ড নিয়ে স্থানীয় নিশানবাড়িয়া বাজারে পৌঁছলে স্থানীয় আওয়ামী লীগের নেতারা তাকে ধরে পুলিশে দেয়।
এসময় তিনি ওই জামাত নেতাকে আটকের তিব্র নিন্দা জানান।
তবে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বাগেরহাট ইনফোকে জানান, নিশানবাড়িয়া এলাকায় হাবিবুল্লাহর নেতৃত্বে জামায়াত নাশকতার চেষ্টা করছে এমন খবরের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
তার বিরুদ্ধে নাশকতার চেষ্টা অভিয়োগে একটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠান হয়েছে।
১৫ অক্টোবর ২০১৩ :: নিউজ ডেস্ক,
বাগেরহাট ইনফো ডটকম।।
এজি/এসআইএইচ-নিউজ রুম/বিআই

About ইনফো ডেস্ক