বাগেরহাটে পুলিশের বিশেষ অভিযানে শিবিরের জেলা সভাপতিসহ ২ নেতাকে আটক করেছে সদর মডেল থানা পুলিশ।
শহরের মেঘনীতলা গ্রামে শিবির পরিচালিত একটি মেসে অভিযান চালিয়ে বৃহস্পতিবার সকালে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- শিবিরের জেলা সভাপতি হাফেজ আজমল হোসেন ও ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক মো. আরিফ বিল্লাহ।
স্থানীয়রা জানান- এসময় শিবিরের জেলা কার্যালয়ে অভিজান চালিয়ে একটি কম্পিউটার, বেশ কিছু বইসহ অফিসের বেশ কিছু মালামাল নিয়ে যায় পুলিশ।
তবে পুলিশ উদ্ধার অভিযানের সময় সেখানে উপস্থিত সাংবাদিকদের অভিযানের চিত্র ধারণ করতে দেয়া হয়নি। এছাড়া উদ্ধারকৃত কোন তথ্য দিতেও অপারগতা প্রকাশ করেছে পুলিশ।
বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল কবির চৌধরী বাগেরহাট ইনফোকে বিষয়টি নিশ্চিত করে জানন, অভিযন এখনও চলছে। আগামিকাল বিস্তারিত জানান হবে।
২৪ অক্টোবর ২০১৩ :: নিউজ ডেস্ক,
বাগেরহাট ইনফো ডটকম।।
বাগেরহাট ইনফো ডটকম।।
এসআইএইচ-নিউজ এডিটর/বিআই
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More