বাগেরহাট শহরের দশানী এলাকায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।
বুধবার গভীর রাতে শহরের দশানী বালিকা বিদ্যালয় সড়কের ডা. বিদ্যুৎ কান্তি পালের বাড়িতে এ ডাকাতি সংগঠিত হয়।
ডা. বিদ্যুৎ কান্তি বাগেরহাট ইনফোকে জানান, রাত আনুমানিক দুইটা থেকে তিনটার মধ্যে পাঁচজনের একটি ডাকাত দল বাসার দোতলার গ্রিল ভেঙ্গে ঘরে ঢোকে।
তিনি বলেন, তারা শোবার ঘরে ঢুকে অস্ত্রের মুখে আমাকে জিম্মি করে আমার হাত-পা ও চোখ বেঁধে ফেলে। এসময় আমার স্ত্রীকে হত্যার ভয় দেখিয়ে তার কাছ থেকে আলমারির চাবি নিয়ে প্রায় ১২ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৫৬ হাজার টাকা, দুটি মোবাইলসেটসহ বড়ির বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল কবীর চৌধুরী বাগেরহাট ইনফোকে ঘটনার সতত্যা নিশ্চিত করে জানান, পুলিশ ইতমধ্যে ডাকাতির সাথে জড়িতদের ধরতে ও মালামাল উদ্ধারে কাজ অভিযান শুরু করেছে।
২৪ অক্টোবর ২০১৩ :: নিউজ ডেস্ক,
বাগেরহাট ইনফো ডটকম।।
বাগেরহাট ইনফো ডটকম।।
এসআইএইচ-নিউজ এডিটর/বিআই
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More