প্রচ্ছদ / খবর / মংলায় হামলা

মংলায় হামলা

বাগেরহাটের মংলায় স্বেচ্ছাসেবক দলের এক নেতার মালিকানাধীন মিষ্টির দোকানে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার বিকেলে শহরের বিএলএস রোড এলাকায় দুর্বৃত্তরা এঘটনা ঘটায়।
এসময় আহত হন- বিএনপির ৬ নেতাকর্মী। আহতরা হলেন, দোকানের মালিক মংলা ৩নং ওয়ার্ড পৌর যুবদলের সাধারণ সম্পাদক বাবুল শরীফ, শহর শাখার বিএনপি কর্মী আল-আমিন (৩৬), জসিম (৩৯), মোয়াজ্জেম (৪০), মহিউদ্দিন ও নাছির। আহতদের মধ্যে জসিম, আল-আমিন ও মোয়াজ্জেমকে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে যুবদল নেতা বাবুল শরীফসহ বিএনপির ওই নেতা-কর্মী শহরের বিএলএস রোড এলাকার মিষ্টির দোকানে বসে ছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে অতর্কিতভাবে তাদের ওপর হামলা চালায়। এতে বাবুলসহ ৬ জন আহত হয়।
এদিকে এ হামলার ঘটনায় ছাত্রলীগ-যুবলীগকে দায়ি করেছে স্থানীয় ১৮ দলীয় জোটের নেতারা।
মংলা পৌর তাঁতী দলের সাধারণ সম্পাদক কাজী ওমর ফারুক বাগেরহাট ইনফোকে জানান, সরকারি দলের চেনামুখ সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে। আহতদের মধ্যে বাবুল শরীফ, আল-আমিন ও জসিমের অবস্থা গুরুতর।
মংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহিল গালিব জানান, বাবুল শরীফ নামে এক ব্যক্তি শরীরে জখমের চিহ্ন নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। তার অবস্থা আশংকা মুক্ত।
এব্যাপারে মংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বাগেরহাট ইনফোকে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় এখনও কোন মামলা বা কাউকে আটক করা যায়নি।
২৪ অক্টোবর ২০১৩ :: নিউজ  ডেস্ক,
বাগেরহাট ইনফো ডটকম।।
এমএম ফিরোজ/এসআইএইচ-নিউজ এডিটর/বিআই

About ইনফো ডেস্ক