প্রচ্ছদ / খবর / মংলা বন্দরে সর্তকতা সংকেত প্রত্যাহার

মংলা বন্দরে সর্তকতা সংকেত প্রত্যাহার

উত্তর বঙ্গোপসাগর এলাকায় ঝড়ো হাওয়ার সম্ভাবনা না থাকায় আবহাওয়া অধিদপ্তর এর জারি করা ৩ নং স্থানীয় সতর্কতা সংকেত প্রত্যাহার করা হয়েছে।
আজ সকাল ৯টায় সবশেষ আবহাওয়া বার্তায় জানান হয়েছে, উত্তর বঙ্গোপসাগর এলাকায় ঝড়ো হাওয়ার সম্ভাবনা নেই।
তাই চট্রগ্রাম, কক্সবাজার ও মংলা সমূদ্র বন্দরসমূহকে  সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।
এর আগে সাগরে সৃষ্ট গভীর সঞ্চালণশীল মেঘমালার এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া কারনে গত শনিবার মংলাসহ দেশের সমুদ্রবন্দর সমূহকে ৩ নম্বর সর্তকতা সংকেত দেখিয়ে যেতে বলেছিল আবহাওয়া অধিদপ্তর।
এদিকে সর্তকতা সংকেত নামিয়ে ফেলতে বলায় বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ও এর মাঝিদের মাড়ে সস্তি দেখা গেছে। ইতোমধ্যে নিরাপদ আশ্রয় থাকা মাছ ধরা টলার গুলো আবারও সাগরের উদ্দেশে যাত্রা শুরু করেছে বলে জেলা ও উপকূলীয় মৎসজীবি সমিতি সূত্রে জানা গেছে।
২৮ অক্টোবর ২০১৩ :: নিউজ  ডেস্ক,
বাগেরহাট ইনফো ডটকম।।
এসআইএইচ-নিউজ এডিটর/বিআই

About ইনফো ডেস্ক