প্রচ্ছদ / খবর / বাগেরহাট ফাউন্ডেশনের গুণীজন সম্মাননা

বাগেরহাট ফাউন্ডেশনের গুণীজন সম্মাননা

বাগেরহাট ফাউন্ডেশন কর্তিক জেলার কৃতি শিক্ষার্থী ও গুণীজন সম্মাননা প্রদান করা হয়েছে।
Bagerhat Photo -1(02.11.13)শনিবার সকালে বাগেরহাট স্বাধীনতা উদ্যানে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়জন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য প্রধানমন্ত্রীর মূখ্য সচিব শেখ মো. ওয়াহিদ উজ জামান বলেছেন, বর্তমান সরকারের আমলে দেশের উন্নয়নের যে ধারা চলছে তা ব্যাহত করতে ষড়যন্ত্র চলছে। এই উন্নয়নের ঘড়ির কাটা যাতে বন্ধ করতে না হয় সে জন্য সবাইকে সজাগ থাকতে হবে।
এসময় তিনি বাগেরহাটসহ দক্ষিনাঞ্চলে বর্তমান সরকারের আমলের উন্নয়নের ফিরিস্থি তুলে এর ধারাবাহিকতা ধরে রাখাতে এবং রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মানের পক্ষে জনগনকে ঔক্য বধ্য হবার আহবান জানান।
বাগেরহাটের জেলা প্রশাসক ও ফাউন্ডেশনের সভাপতি মো: শুকুর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডাঃ মোঃ মোজাম্মল হোসেন, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য মীর শওকাত আলী বাদশা, বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য বেগম হাবিবুন নাহার তালুকদার, একটি বাড়ি একটি খামার প্রকল্প পরিচালক প্রশান্ত কুমার পাল, পুলিশ সুপার মো. নিজামুল হক মোল্যা, বাগেরহাট ফাউন্ডেশনের সাধারন সম্পাদক অধ্যক্ষ মীর জুলফিকার আলী লুলু প্রমুখ।
শিক্ষার্থী ও গুণীজন সম্মাননা অনুষ্ঠান ২০১৩ এর এবারের অনুষ্ঠানে মোট ১২টি ক্যাটাগরিতে জেলার ১৬ জন গুনীজন ও ৯ জন অস্বচ্ছল গুনীজনকে সম্মাননাপ্রদানকরা হয়। এছাড়া অনুষ্ঠানে জেলার ৭৬ জন কৃতি শিক্ষার্থীকে এককালীল শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
এবছর গুণীজন সন্মাননা প্রাপ্তদের মধ্যে রয়েছেন, শিক্ষাবিদ ক্যাটাগরিতে প্রফেসর ডা: সৈয়দ সিরাজুল করিম সুজা, মরহুম শেখ মো: কাওছার, সমাজ সেবক ক্যাটাগরিতে এ্যাড: মীর শওকাত আলী বাদশা, ডা: মোজাস্মেল হোসেন, মরহুম এ.এস.এম আতাহার হোসেন আবু মিয়া, সাহিত্যিক ক্যাটাগরিতে সুশান্তÍ মজুমদার, প্রয়াত রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ, সাংস্কৃতি সংগঠক ক্যাটাগরিতে এস.এম জাহাঙ্গীর আলী বাবু, মুক্তিযোদ্ধা ক্যাটাগরিতে শেখ আব্দুল জলিল, মসাইদ ইব্রাহীম হোসেন, বীর প্রতিক মোস্তফা কামাল, শাহাদাত হোসেন, সাংবাদিকতায় মো: শাহ আলম টুকু, এস.এম তাজ, ক্রীড়া সংগঠক ক্যাটাগরিতে সরদার সেলিম আহম্মেদ, আব্দুর রহমান, শিল্পী ক্যাটাগরিতে নিয়াজ মোহাম্মদ তারিক, মো: সালাউদ্দিন মন্টু, ক্রীড়াবিদ ক্যাটাগরিতে মেজবাহ আহম্মেদ, বুলবুলি আক্তার, একরামুল কবির, প্রতিবন্ধী ক্যাটাগরিতে সমাজ উন্নয়ন কর্মী শেখ শামীম হাসান প্রমুখ।
০২ নভেম্বর ২০১৩ :: নিউজ ডেস্ক,
বাগেরহাট ইনফো ডটকম।।
এসআইএইচ-নিউজ এডিটর/বিআই/আপডেট-২৩:৫৯

About ইনফো ডেস্ক