বুধবার বাগেরহাট জেলা আওয়ামী লীগ আযোজিত খানজাহান আলী ডিগ্রী কলেজ মাঠের সভা মঞ্চ প্রস্তুত হয়েছে। চলছে সাজ সজ্জার শেষ মুহুর্তের কাজ।
মঙ্গলবার বিকালে সরজমিন ঘুরে দেখা গেছে, ৪০ ফুট দৈর্ঘ্য, ২৫ ফুট প্রস্ত ও ৫ ফুট উচ্চতা মঞ্চ তৈরির কাজ প্রায় শেষ। এরই মধ্যে মঞ্চে টানান হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা ও সজিব ওয়াজেদ জয়ের ছবি সম্বলিত জনসভার ব্যানার।
সভামঞ্চের পাশে উদ্ধোধন ও ভিত্তিপ্রস্তরের স্থাপনের ফলক নির্মান কাজ শেষ হয়েছে। সেখানে স্থাপন করা হয়েছে ১১টি প্রকল্পের ভিত্তি প্রস্তর ও ৭টি প্রকল্পের উদ্বোধন ফলক।
অনান্যা সাজসজ্জার কাছও রাত ১০টার মধ্যে শেষ হবে বলে জানান সাজসজ্জার কাজে কর্মরতরা।
উল্লেখ প্রধানমন্ত্রী বুধবার মোংলা, রামপাল ও বাগেরহাটের ৩১টি উন্নয়ন কাজের উদ্ধোধন ও ভিত্তি স্থাপন এবং দুটি পৃথক জনসভায় যোগ দিয়ে বাগেরহাট আসছেন।
১২ নভেম্বর ২০১৩ :: ইনজামামুল হক,
বাগেরহাট ইনফো ডটকম।।
বাগেরহাট ইনফো ডটকম।।
এসআই হক-নিউজ এডিটর/বিআই
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More