প্রচ্ছদ / খবর / তফশিল ঘোষনা; বাগেরহাটে মিছিল, টায়ারে আগুন

তফশিল ঘোষনা; বাগেরহাটে মিছিল, টায়ারে আগুন

নির্বাচন কমিশন কর্তিক ১০ম জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষনার পর বাগেরহাটে পাল্টাপাল্টি মিছিল করেছে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দল ও আওয়ামী লীগ।
Bagerhat-District-Mapতফশিল ঘোষনায় তাৎক্ষনিকভাবে জেলা বিএনপির কার্যালয় থেকে প্রতিবাদ মিছিলবের করে ১৮ দলের নেতা-কর্মীরা।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী রেজা বাবুর নেতৃত্বে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুরাতন বাজার মোড়ে গিয়ে শেষ হয়।
অপরদিকে, তফশিল ঘোষনার পর জেলা আওয়ামী লীগ শহরে আনন্দ মিছিল করেছে। এছাড়া রামপালসহ কয়েকটি উপজেলাতেও আ.লীগের আনন্দ মিছিলের খবর পাওয়া গেছে।
এদিকে, নির্বাচনের তফশিল ঘোষনার পর রাত সাড়ে ৮টার দিকে শহরের নুতন কোর্ট সংলগ্ন বাগেরহাট খুলনা মহাসড়কে টায়ারে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তাৎক্ষনিক পুলিশ এসে আগুন নিভিয়ে ফেলে। এছাড়া রাত সাড়ে ৯টার দিকে খুলনা-মংলা মহাসড়কের রামপাল উপজেলার ফয়লা বাসষ্টান্ড এলাকায় টায়ারে আগুন দিয়ে সড়ক অবরোধ করেছে ছাত্রদল নেতা-কর্মীরা।
এছাড়া, জেলার অনন্য কোথাও তেমন কোন অপ্রিতিকর ঘটান খবর পাওয়া যায়নি।
রাত ৯টায় বাগেরহাটের পুলিশ সুপর (এসপি) মোল্যা নিজামুল করির বাগেরহাট ইনফোকে জানিয়েছেন, সর্বিক অবস্থা বিবেচনায় জেলার সর্বত্ত নিরাপত্তা ব্যবস্থা বাড়ান হয়েছে। বিভিন্ন গুরুত্ব পূর্ণ পয়েন্টে অতিরুক্ত পুলিশের পাশাপাশি টহল জোরদার কারা হয়েছে।
এর আগে সোমবার সন্ধা সাড়ে ৭টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমদ জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ৫ জানুয়ারি ভোট গ্রহণের দিন ঘোষণাসহ নির্বাচনী তফসিল ঘোষণা করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে ২ ডিসেম্বর পর্যন্ত। আর প্রার্থিতা বাছাই করা হবে ৫-৬ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৩ ডিসেম্বর পর্যন্ত। এবং প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৪ ডিসেম্বর।
এদিকে, তফসিল ঘোষণার প্রতিবাদে জোটের পক্ষে জোটের পক্ষ থেকে মঙ্গলবার ভোর ৬টা থেকে বৃহস্পতিবার ৬টা পর্যন্ত সারাদেশে রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধ কর্মসূচি দিয়েছে বিএনপি।
২৫ নভেম্বর ২০১৩ :: নিউজ ডেস্ক,
বাগেরহাট ইনফো ডটকম।।
এসআই হক-নিউজ এডিটর/বিআই

About ইনফো ডেস্ক