বিএনপির নেত্রীত্বাধীন ১৮ দলের ডাকা দেশ ব্যাপি ৪৮ ঘন্টা অবরোধের প্রথম দিন সকালে বাগেরহাটে সড়ক অবরোধ করা হয়েছে জোটের নেতা-কর্মীরা।
সকাল ৬টা থেকে ১৮ দলীয় জোটের নেতা কর্মীরা বাগেরহাট-খুলনা মহাসড়কের মাজার মোড়ে এ অবোরধ করে।
অবরোধের ফলে বন্ধ রয়েছে খুলনা-বাগেরহাট সহ এ সড়কে চলাচলকারী সকল রুটের যান চলাচল। পরে পুলিশের হস্তক্ষেপে সকাল সাড়ে ৯টার দিকে অবরোধ তুলে নেওয়া হয়।
এছাড়া অবরোধের কারনে বাগেরহাট থেকে সকল দুরপাল্লার পরিবহন এবং অন্তঃজেলায়র যান চলাচল বন্ধ রয়েছে। তবে বেলা বাড়ার সাথে সাথে দুই/একটি রিক্সা ও অটো রিক্সা চলাচল করতে দেখা গেছে।
বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলি বাগেরহাট ইনফোকে জানান, অবরোধ কর্মসূচিতে বাগেরহাটের কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায় নি। সার্বিক পরিবেশ তাদের নিয়ন্ত্রনে রয়েছে।
উল্লেখ, নির্বাচন কমিশন কর্তিক ১০ম জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষনার পর দেশ জুড়ে বিএনপি-জামায়াতসহ ১৮ দল টানা ৪৮ ঘন্টা রাজপথ, নৌ-পথ রেলপথ সহ সর্বত্তক অবরোধের ডাক দেয়।
২৬ নভেম্বর ২০১৩ :: নিউজ রুম এডিটর,
বাগেরহাট ইনফো ডটকম।।
বাগেরহাট ইনফো ডটকম।।
এসআই হক-নিউজ এডিটর/বিআই
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More