প্রচ্ছদ / খবর / মহাসড়ক অবরোধ; গাড়ি ভাংচুর

মহাসড়ক অবরোধ; গাড়ি ভাংচুর

BagerhatPhoto-1(26-11-13)১৮ দলের ডাকা দেশ ব্যাপি ৪৮ ঘন্টা অবরোধের প্রথম দিন বাগেরহাটে সড়ক অবরোধ ও গাড়ি ভাংচুরে করেছে জোটের নেতা-কর্মীরা।
এখন পর্যন্ত জেলার ফকিরহাটে ১টি মটর সাইকেল ২, টি কাভার্ড ভ্যান, রামপালের ফয়লায় ২ টি মাহেন্দ্র এবং শহরের ভিআইপি সড়কে ১ টি টেম্পু ভাংচুর করেছে ঘটনা ঘটেছে।
এছাড়া অবরোধ কারীরা সকাল থেকে বাগেরহাট-খুলনা মহাসড়কের বিভিন্ন স্থানে বৈদ্যুতিক খুটি ও গাছের গুড়ি ফেলে সড়ক আবরোধ করে।
মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম এর নেতারা কোর্ট চত্তর থেকে মিছিল সহকারে বাগেরহাট-খুলনা মহাসড়কের অবস্থান করে অবরোধ করে। এছাড়া বাগেরহাট-খুলনা মহাসড়কের মাজার মোড়, বাগেরহাট-বরিশাল মহাসড়কের সাইনবের্ড, বধাল, বাগেরহাট-মাওয়া মহাসড়কের ফকিরহাট, মোংলা-খুলনা মহাসড়কের রামপাল ফয়লা, ভাগামোড় সহ বিভিন্ন স্থানে ১৮ দলের নেতা কর্মীরা সড়ক আবরোধ করে রেখছে।
এদিকে, বড় ধরনের অপ্রিতিকর ঘটনা দমনে ও নাশকতা এড়াতে মহাসড়কে নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর নেতৃত্বে পুলিশি টহল দিচ্ছে।
সকাল থেকে জেলার সড়ক-মহাসড় গুলোতে পরিবহন বা আভ্যান্তরিন রুটের যানবাহন  না থাকলেও বেলা বাড়ার সাথে সাথে রিকশা, ইজিবাইক ও মটর সাইকেল চলাচল করতে দেখা  গেছে।
বাগেরহাট অতিরিক্ত পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম বাগেরহাট ইনফোকে জানান, অবরোধকারীরা মাজার এলাকায় অবরোধের চেষ্টা করা হলে তা ছত্রভঙ্গ করে দেয়া হয়।
এছাড়া, অন্য কোথাও কোন অপ্রীতিকর খবর পাওয়া যায়নি। নাশকতার আশঙ্কায় শহরসহ বিভিন্ন পয়েন্টে  অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
উল্লেখ, নির্বাচন কমিশন কর্তিক দশম জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষনার পর দেশ জুড়ে বিএনপি-জামায়াতসহ ১৮ দল টানা ৪৮ ঘন্টা রাজপথ, নৌ-পথ রেলপথ সহ সর্বত্তক অবরোধের ডাক দেয়।
২৬ নভেম্বর ২০১৩ :: নিউজ রুম এডিটর,
বাগেরহাট ইনফো ডটকম।।
এসআই হক-নিউজ এডিটর/বিআই

About ইনফো ডেস্ক