বাগেরহাটে সৎ মায়ের হাতে খুন হয়েছে রাব্বি শেখ (১০) নামে এক চতুর্থ শ্রেণীর ছাত্র। এ ঘটনায় পুলিশ তার সৎ মা মারুফা বেগমকে (২৬) আটক করেছে।
মঙ্গলবার বেলা আড়াইটার দিকে নিজ ঘর থেকে বাগেরহাট মডেল থানার পুলিশ তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে।
রাব্বি শেখ সদর উপজেলার রহিমাবাদ গ্রামের আজিজ শেখের ছেলে। সে বাদোখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর ছাত্র।
বাগেরহাট মডেল থানার এস আই সুভাস চন্দ্র দাম রাব্বির বাবা আজিজ শেখের বরাত দিয়ে বাগেরহাট ইনফোকে জানান, নিহতে পিতা একজন বাবুর্চি। সকাল ৯টার দিকে তিনি রান্নার কাজে যাত্রাপুরে যান।
তার বাড়ি না থাকার সুযোগে তার স্ত্রী রাব্বিকে মেরে গলায় গামছা দিয়ে ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রাখে।
এ ঘটনায় রাব্বির বাবা তার স্ত্রী বিরুদ্ধে মামলা করবেন বলে পুলিশকে জানিয়েছেন।
রাব্বির বাবা সহ ঘটনা স্থলে উপস্থিত স্থানীয় সহস্ত্রাধিক ব্যক্তি বাগেরহাট ইনফোকে জানান, রাব্বির উপর তার সৎ মা প্রায়ই অমানুষিক নির্যাতন চালাত।
হত্যভাগ্য শিশুটির পিতা সুভাস চন্দ্র দামবাগেরহাট ইনফোকে বলেন, আটককৃত সৎ মা মারুফা জানিয়েছেন সকাল সাড়ে ৮ টার দিকে রাব্বি প্রাইভেট পড়তে যায়। ১০ টার দিকে প্রাইভেট পড়ে বাড়ি ফিরে আসে। এরপর সে খেতে চায়।
খাওয়া নিয়ে তার সাথে কথা কাটাকাটি হলে তিনি রাব্বিকে মারতে উদ্যত হলে রাব্বি দৌড়ে পাশ্ববর্তী রাস্তায় চলে যায়। তিনিও ঘর থেকে অন্যত্র যান। পরে ঘরে এসে রাব্বির ঝুলন্ত লাশ দেখতে পান।
বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলি বাগেরহাট ইনফোকে জানান, পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে প্রেরন করেছে।
২৬ নভেম্বর ২০১৩ :: নিউজ রুম এডিটর,
বাগেরহাট ইনফো ডটকম।।
আরিফ সওন/এসআই হক-নিউজ এডিটর/বিআই
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More