প্রচ্ছদ / খবর / বাগেরহাট / কচুয়া / আ’লীগ মনোনয়ন; চুড়ান্ত চার

আ’লীগ মনোনয়ন; চুড়ান্ত চার

দশম সংসদ নির্বাচনে আওয়ামী লীগের চুড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেছেন দলটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।

শুক্রবার সন্ধ্যায় ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার অফিসে তিনি এ ঘোষণা দেন।

বুধবার থেকে শেখ হাসিনার সভাপতিত্বে দুই দিনের টানা বৈঠকে ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করে দলটির পার্লামেন্টারি বোর্ড।

চুড়ান্ত তালিকা অনুযাই আসন্ন ১০ম জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি আসনের আ’লীগ এর প্রার্থীরা হলেন-

electon-2014(Bagerhat Aohamilig)বাগেরহাট-১ (চিতলমারী-ফকিরহাট-মোল্লাহাট) আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাত ভাই এবং বর্তমান সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন,
বাগেরহাট-২ (বাগেরহাট সদর-কচুয়া) থেকে জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক এবং বর্তমান এমপি এ্যাড. মীর শওকত আলী বাদশা,
বাগেরহাট-৩ (রামপাল-মংলা) খুলনা সিটি কর্পারেশনের সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক এবং
বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে জেলা আ’লীগের সভাপতি, সাবেক প্রতিমন্ত্রী ও বর্তমান এমপি ডা. মোজাম্মেল হক।

এদের মধ্যে বাগেরহাট-১ ও ৩ আসনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাত ভাই শেখ হেলাল উদ্দীন এবং খুলনা সিটি কর্পারেশনের সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক আ’লীগ এর পক্ষ থেকে নির্বাচন কমিশন কর্যালয় থেকে তাদের মননয়ন পত্র সংগহ করেছেন।

নির্বাচন কমিশন নির্ধারিত মনোনয়ন সংগ্রহের প্র্রথম দিন বুধবার জেলা নির্বাচন অফিস থেকে বাগেরহাট ১ আসনের জন্য শেখ হেলাল উদ্দীনের পক্ষে মনোনয়ন সংগ্রহ করা হয়। আর বৃহস্পতিবার আ’লীগের প্রার্থী হিসাবে রামপাল উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়োন পত্র সংগ্রহ করেছে সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী ও কেসিসি সাবেক ময়র তালুকদার আঃ খালেক।

এছাড়া বাকি দু’আসনের জন্য আ’লীগ পক্ষে কোন প্রার্থী মনোনয়ন ফর্ম সংগ্রহ করে নি।

তবে, প্রার্থী তালিকা চুড়ান্ত করার আগেই বাগেরহাট-৪ আসন থেকে নির্বাচনের জন্য আওয়ামী লীগ এর পক্ষে বৃহস্পতিবার মনোনয়ন পত্র সংগ্রহ করেন সাবেক আতিরিক্ত আইজিপি এবং জেলা আ’লীগের সহ-সভাপতি ড. আব্দুর রহিম খান।

২৯ নভেম্বর ২০১৩ :: নিউজ  রুম এডিটর,
বাগেরহাট ইনফো ডটকম।।
এসআই হক-নিউজ এডিটর/বিআই

About ইনফো ডেস্ক