প্রচ্ছদ / খবর / অবরোধে বিক্ষোভ

অবরোধে বিক্ষোভ

বিএনপির নেতৃত্বাধীন বিরোধী জোটের ফের টানা ৭২ ঘণ্টা অবরোধের প্রথম দিন বাগেরহাটের খানজাহান আলীর মাজার এলাকায় বিক্ষোভ করেছে জোটের নেতা-কর্মীরা।

শনিবার সকাল ৯ টার নেতা-কর্মীরা বাগেরহাট-খুলনা মহাসড়কের মাজার পয়েন্টে অবস্থান নিয়ে বিক্ষোভ করে।

এসময় এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- বাগেরহাট জেলা বিএনপির সভাপতি এম এ সালাম, সাধারন সম্পাদক আলী রেজা বাবু, জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা রেজাউল করিম, সাধারন সম্পাদক এ্যাড আব্দুল ওয়াদুদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজাফফর রহমান আলম, জেলা ছাত্রদলের সভাপতি সুজা উদ্দিন মোল্যা সুজন প্রমুখ।
তবে এখন পর্যন্ত জেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

নির্দলীয় সরকারের দাবিতে গত সপ্তাহে ৭১ ঘণ্টা অবরোধের পর শনিবার সকাল থেকে একই কর্মসূচি পালন করছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল। শুক্রবার রাতে দলটির পক্ষ থেকে শনিবার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত সারাদেশে এই অবরোধ কর্মসূচির ঘোষনা করা হয়।

এদিকে অবরোধ শুরুর আগ মুহূর্তে দলীয় কার্যালয় থেকে আটক হয়েছেন বিএনপির যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী।

তবে এখন পর্যন্ত জেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। রিকশা-ভান ও ইজিবাইক চলাচল করলেও অভ্যন্তরীন বা দুরপাল্লার রুটে যান চলাচল বন্ধ কয়েছে।

৩০ নভেম্বর ২০১৩ :: নিউজ  ডেস্ক,
বাগেরহাট ইনফো ডটকম।।
এসআই হক-নিউজ এডিটর/বিআই

About ইনফো ডেস্ক