বাগেরহাটের মোরেলগঞ্জে সেলিম ঘর চিংড়াখালি সিনিয়র আলীম আলিম মাদ্রাসায় শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে পরীক্ষা বর্জন করেছে শিক্ষার্থীরা।
শনিবার সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হবার কথা থাকলেও শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে পরীক্ষা বর্জন করে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।
ফলে বন্ধ থাকে মাদ্রাসাটির প্রথম থেকে আলেম ১ম বর্ষ পর্যন্ত শ্রেনীর বার্ষিক পরীক্ষা।
সরজমিন দুপুর ১২টায় গিয়ে দেখা গেছে, দুই শীপ্টে পরীক্ষা হবার কথা থকলেও উপজেলার চিংড়াখালি ইউনিয়নের মাদ্রাসাটি তে তখনও সকল শ্রেণী কক্ষে তালা ঝুলছে। দ্বিতীয় শীপ্টেও অংশ নেয়নি মাদ্রাসাটির কোন শিক্ষার্থী পরীক্ষায়।
মাদ্রাসার আলেম প্রথম বর্ষের শিক্ষার্থী তারেক মাহামুদ বাগেরহাট ইনফোকে জানান, তিন মাস আগে থেকে মাদ্রাসার আরবী প্রভাষক নিয়োগের পক্রিয়া চলছিল। তখন তাদের জানান হয় ৩ জন শিক্ষাক এনে তাদের ক্লাস নেওয়ান হবে। এদের মধ্যে যাকে তাদের ভাল মনে হবে তাকে নিয়গ প্রদান করা হবে।
এদের মধ্যে শিক্ষক আবুল বাসার শ্রেণী কক্ষে আরবী পড়াতে ভূল করলে শিক্ষার্থীরা প্রিন্সিপাল এর কাছে ঐ শিক্ষক বাদে অন্য দু’জনের যে কাউকে মননিত করবার জন্য আবেদন জানান। কিন্তু প্রিন্সিপাল এবং কমিটির দু’জন সদস্য আবুল বাসারকে অথের বিনিময় নিয়োগ দেওয়ার চেষ্টাক করেন। এর প্রতিবাদে ছাত্র-ছাত্রীরা আন্দলন শুরু করেন তার নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করেন। আর তাই তার পরীক্ষা বর্জন করে আন্দলন শুরু করেছে বলে জানান এই শিক্ষার্থী।
অপর এক শিক্ষার্থী বলেন, এ বিষয় নিয়ে প্রতিবাদ করায় হুমাউন করিব নামে ম্যানেজিং কমিটির এক সদস্য তাদের অভিভাবকদের তুলে গালিগালাজ করেন।
এব্যাপারে সেলিম ঘর চিংড়িখালি সিনিয়র আলীম আলিম মাদ্রাসার অধ্যক্ষ এটিএম মতিউর রহমান যোগাযোগ কারা হলে ক্লাস করার মাধ্যমে এক জন শিক্ষক মননয়ন করার বিষয়টি স্বিকার করেন তিনি।
পরীক্ষা বর্জনের ব্যাপারে তিনি বাগেরহাট ইনফোকে বলেন, ম্যানেজিং কমিটির সিদ্ধান্তে প্রত্রিকায় নতুন করে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রদান করা হয়েছে। এতে ১৪ জন আবেদন করলেও ১১ জনের আবেদন বৈধ বলে আজকে রেজুলেশন করেছেন। তবে শিক্ষার্থীরা নিয়োগ প্রদানের প্রদানের প্রতিবাদে পরীক্ষা বর্জন করলেও কাউ কেই এখনও নিয়োগ প্রদান করা হয়নি বলে অধ্যক্ষ জানান।
এবিষয়ে মোরেলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল হান্নান দৃষ্টি আকর্শন করা হলে তিনি জানান, নিয়োগ অনিয়ম ও পরীক্ষা বর্জনের বিষয়টি সম্পার্কে জানা নেই তার।
তবে, বাগেরহাট ইনফোর মাধ্যমে বিষয়টি সম্পার্কে অবগত হবার পর তদন্ত করে এব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি।
বাগেরহাট ইনফো ডটকম।।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More