প্রচ্ছদ / খবর / একই আসনে স্বামী-স্ত্রী

একই আসনে স্বামী-স্ত্রী

mongla-pic1একই আসনে মনোনয়ন পত্র দাখিল করলেন স্বামী-স্ত্রী। আসন্ন ১০ম জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে দু’টি পৃথক নির্বাচন অফিস থেকে তারা মনোনয়ন দাখিল করেন।

ঘটনাটি ঘটেছে বাগেরহাটের রামপাল ও মংলা নিয়ে গঠিত বাগেরহাট-৩ আসনে।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, সোমবার দুপুর ২টা ৩৫ মিনিটে মংলা উপজেলা নির্বাচন অফিসে এ আসনে মনোনয়ন দাখিন করেন বর্তমান এমপি বেগম হাবিবুর নাহার।

এর আগে বেলা ১২টার দিকে বাগেরহাটের রামপাল উপজেলা নির্বাচন অফিসে একই আসনে নির্বাচনের জন্য মনোনয়ন পত্র দাখিল করেন খুলনা সিটি কর্পারেশনের সাবেক মেয়র আওয়ামী লীগ মনোনিত প্রার্থী তালুকদার আব্দুল খালেক।Bagerhat Photo 2(02.12.13)

হাবিবুর নাহার কোন দল থেকে প্রার্থী হিসাবে মনোনয়ন দাখিল করেছেন এবিষয়ে জানতে চাইলে মংলা উপজেলা নির্বাচন অফিসার শেখ জাকারিয়া বাগেরহাট ইনফোকে জানান, মনোনয়ন পত্রের দলের ঘরে তিনি স্বতন্ত্র বা কোন দলের প্রার্থীতার কথা উল্লেখ করেন নি। ঘরটি ফাঁকা রয়েছে।

প্রার্থীতার ব্যাপারে এ আসনের বর্তমান সাংসদ বেগম হাবিবুর নাহার বাগেরহাট ইনফোকে বলেন, “আমি নির্বাচন করার জন্য তিনি মনোনয়ন দাখিল করেন নি।”

“যদি তার (স্বামী) মনোনয়ন কোন কারণে বাতিল হল সে ক্ষেত্রে আ’লীগ এর কোন প্রার্থী থাববে না। তাই আমিও মনোনয়ন দাখিল করেছি।”

এসময় তিনি আরো বলেন, মুলত তিনিই (তালুকদার আব্দুল খালেক) আওয়ামী লীগ এর প্রার্থী। আমিও তার জন্য কাজ করব।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বাগেরহাট-৩ আসানে স্বামী-স্ত্রী ছাড়াও প্রার্থী হয়েছে জাতীয় পার্টি থেকে তালুকদার আক্তার ফারুক।

উল্লেখ, বাগেরহাটের চারটি আসনে ১৫ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। এদের মধ্যে আ’লীগের মনোনয়ন প্রাপ্ত চারজন, জাতীয় পার্টির চার জন, বাংলাদেশ মুসলিম লীগের একজন, বিএনএফএর একজন এবং আ’লীগ মনোনয়ন বঞ্চিত দু’জন সহ পাঁচ স্বতন্ত্র প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন।

০২ ডিসেম্বর ২০১৩ :: স্পেশাল করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।

এএস/এসআই হক-নিউজ এডিটর/বিআই

About ইনফো ডেস্ক