প্রচ্ছদ / খবর / প্রাণ নাশের হুমকিদাতা দেহরক্ষী

প্রাণ নাশের হুমকিদাতা দেহরক্ষী

যিনি দেহ রক্ষার দায়িত্বে নিয়োজিত; তিনিই প্রাণ নাশের হুমকিদাতা। বহু নাটকীয়তার পর অবশেষে পুলিশের হাতে ধরা পড়লেন সেই দেহরক্ষী।

BagerhatPhoto-2(04-12-13)ঘটনাটি ঘটেছে বাগেরহাটের ফকিরহাট উপজেলায়।

ফকিরহাট সদর ইউনিয়রেন চেয়ারম্যান শিরিনা আকতারকে হত্যা হুমকির এঘটনায় পুলিশ তর দেহরক্ষীসহ দু’জন কে আটক করেছে। বুধবার সকালে পুলিশ আটকের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন চেয়ারম্যান শিরিনা আকতারের দেহরক্ষীর চঞ্চল কুমার বসু (৪৫) এবং তার সহযোগী মিজানুর রহমান (২৩)। তাদের দু’জনের বাড়ি উপজেলার সদর ইউনিয়নের পাইকপাড়া গ্রামে।

চেয়ারম্যান শিরিনা আকতার বাগেরহাট ইনফোকে জানান, দীর্ঘদিন ধরে অজ্ঞাত ব্যক্তিরা তাকে মোবাইলে এসএমএস (SMS) এর মাধ্যমে প্রাণ নাশের হুমকি দিয়ে আসছিল। বিষয়টি তিনি খুলনা রেঞ্জের ডিআইজি, বাগেরহাট পুলিশ সুপার ও আওয়ামীলীগের নেতাদের জানিয়েছেন। এরপর পুলিশ ওই দুই জনকে আটক করেছে।

তিনি বলেন, এরমধ্যে একজন আমার দেহরক্ষী। আমার দেহরক্ষী চঞ্চল এর আগে বাগেরহাট জেলা আ’লীগের সাধারন সম্পাদক কামরুজ্জামান টুকুর দেহরক্ষী ছিলেন।

বুধবার বেলা সাড়ে ১১ টায় ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আনোয়ার হোসেন বাগেরহাট ইনফোকে জানান, শিরিনা আকতাককে হুমকি দেয়ার ঘটনায় তা দেহরক্ষীকে হুমকি দাতার হিসেবে প্রমান সহ গত রাতে আটক করা হয়েছে।

এব্যাপারে আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। দুপুর নাগাত তাদের আদালতে পাঠান হবে বলে জানান তিনি।

বাগেরহাট পুলিশ সুপার নিজামুল হক মোল্যা বাগেরহাট ইনফোকে বলেন, দির্ঘ্য দিন ধরে মুঠোফোন টার্কিংয়ের মাধ্যামে তাদের আটক করা হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ১৮মে সন্ত্রাসীদের গুলিতে শিরিনা আকতারের স্বামী সাবেক ইউটি চেয়ারম্যার জাহিদ হাসান নিহত হন। এরপর ৩ আগষ্ট উপ-নির্বাচনে শিরিনা আকতার চেয়ারম্যান নির্বাচিত হন।

০৪ ডিসেম্বর ২০১৩ :: স্পেশাল করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
আরিফ/এসআই হক-নিউজ এডিটর/বিআই

About ইনফো ডেস্ক