প্রচ্ছদ / খবর / কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

বাগেরহাটের ফকিরহাটে প্রায় সাড়ে তিন মাস আগে মন্দির থেকে চুরি যাওয়া একটি কষ্টি পথরের কৃষ্ণ মূর্তি উদ্ধার হয়েছে। তবে এঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

fakirha-murti-picবৃহস্পিতিবার বেলা ১১টার দিকে উপজেলার মূলঘর এলাকার একটি বাড়ি থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।

ফকিরহাট থানা সূত্রে জানা গেছে, ফকিরহাট সদরের মূলঘর গ্রামের ইঞ্জি. আশরাফুল হকের বড়ি থেকে মর্তিটি উদ্ধার করা হয়।

ইঞ্জি. আশরাফুল হক বাগেরহাট ইনফোকে বলেন, তার বড়ির নিচতলায় প্রায় চার মাস আগে একটি রুম ভাড়া নেন মোল্লাহাটের নূরুল ইসলাম নামে এক ব্যক্তি। গত দেড় মাস ধরে সে (নূরুল ইসলাম) বাড়িতে আসে না। আর ভাড়াও পরিশোধ করছে না।

একারণে আজ সকাল রুমের তালা ভেঙে আমরা ঘরে প্রবেশ করি। ঘরে ঢুকে মূর্তিটি দেখতে পেয়ে পুলিশে খবর দেই।

ফকিরহাট থানার অফিসার ইন চার্জ (ওসি) এসএম আনোয়ার হোসেন বাগেরহাট ইনফোকে জানান, পুলিশ ঘটনা স্থাল থেকে মর্তিটি উদ্ধার করেছে। উদ্ধারকৃত মূর্তিটির ওজন ৪ কেজি ২৪ গ্রাম এবং উচ্চতা প্রায় ১৫ ইঞ্চি। মর্তিটির আনুমানিক মূল্য প্রায় অর্ধ কোটি টাকা।

এঘটনায় তারা ভাড়াটিয়া নূরুল ইসলামকে আটকে অভিযান শুরু করেছে পুলিশ।

উল্লেখ্য, চলতি বছরের ১৭ আগষ্ট রাতে উপজেলার মূলঘর মন্দির থেকে মূর্তিটি চুরি যায়। এর পরদিন মহাদেব পাল বাদি হয়ে ফকিরহাট থানায় একটি মামলা দায়ের করেন।

০৫ ডিসেম্বর ২০১৩ :: নিউজ ডেস্ক,
বাগেরহাট ইনফো ডটকম।।
এসআই হক-নিউজ এডিটর/বিআই

About ইনফো ডেস্ক