প্রচ্ছদ / খবর / রামপালে জামায়াত-পুলিশ ব্যাপক সংঘর্ষ

রামপালে জামায়াত-পুলিশ ব্যাপক সংঘর্ষ

জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার ফাঁসিকে কেন্দ্র করে বাগেরহাটের রামপালে পুলিশ ও জামায়াত-শিবিরের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।

Rampalবুধবার সন্ধা পৌনে ৬ টার দিকে উপজেলার ফয়লা বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা বাগেরহাট ইনফোকে জানান, হরতাল ও অবরোধ সমর্থকরা সড়কে গাছ ফেলে অবোরধের চেষ্টা চালায়। পুলিশ বাধা দিলে তাদের সাথে ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এসময় সেখানে মুহুর মুহুর ককটেলে শব্দ শোনা যায়।

জামায়াত-শিবির কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ও ইটপাটকেল নিক্ষেপ কররে পুলিশ জবাবে শর্টগানর ও টিয়া টিয়ারসেল ছোড়ে।

জেলা জামাতে সেক্রটারি এ্যাড. আব্দুল ওয়াদুদ জানান, এতে তাদের অন্তত্য ২০ কর্মী গুরুতর আহত হয়েছে।

বাগেরহাট সদর সার্কেল এসপি মো. জাহিদুল ইসলাম বাগেরহাট ইনফোকে বলেন, তাদেকে মূল সড়কে আসতে নিষেধ করা হলেও তারা তা না মেনে মহাসড়কে এসে পুলিশের উপর হামল চালায়। পরে পুলিশও আত্মরক্ষায় টিয়া টিয়ারসেল ছোড়ে। সংঘর্ষের ঘটনায় আটকের বিষয়ে তিনি এখন পর্যন্ত কিছু জানাতে পারেননি।

তবে অসমর্থিত একটি সূত্র জানিয়েছে এসময় অন্তত্য ৩ জন গুলিবিদ্ধ এবং ৩ জনকে আটক করেছে পুলিশ।

শেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষের পর রামপাল থানার ওসি কাজী দাউদ হোসেনের নেতৃত্বে পুলিশি অভিযান চলছিল।

বিস্তারিত আসছে......

১১ ডিসেম্বর ২০১৩ :: স্পেশাল করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
হক/এসআই হক-নিউজ এডিটর/বিআই

About ইনফো ডেস্ক