প্রচ্ছদ / খবর / বাগেরহাট / কচুয়া / কচুয়া স্বাস্থ্য কমপ্লেক্সকে ডাক্তার শুন্য না করার আকুতি

কচুয়া স্বাস্থ্য কমপ্লেক্সকে ডাক্তার শুন্য না করার আকুতি

বাগেরহাটের কচুয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র মেডিকেল অফিসার ডা. তাপস কুমার দাসের বদলী আদেশ বাতিলের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসীরা।

BagerhatPhoto-02(12-12-13)বৃহস্পতিবার দুপুর ১১ টা থেকে উপজেলা সদরের জিরো পয়েন্ট এলাকায় ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসুচী পালন করে স্থানীয়রা।

মানববন্ধনে মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, জনপ্রতিনিধিসহ এলাকার সর্বস্তরের  মানুষ অংশ গ্রহন করে। তারা অনতিবিলম্বে ডা. তাপস কুমার দাসের বদলীর আদেশ বাতিলের জানান। অন্যথায় কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেটি চিকিৎসক শুন্য হয়ে পড়বে।

মানববন্ধনে অংশগ্রহন করীরা জানান, সুনির্দিষ্ট কোন কারণ ছাড়াই গত ১ ডিসেম্বর স্বাস্থ্য অধিদফতরের এক আদেশে ডা. তাপস কুমার দাসকে স্ট্যা-রিলিজ করে রাঙামাটি জেলার বরকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা কর্মকর্তা হিসেবে যোগদানের নির্দেশ দেয়া হয়। এই অবস্থায় ঐ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রশাসনিক দায়িত্বে ব্যাস্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ছাড়া আর কোন চিকিৎসক না। ফলে চরম দুর্ভোগে পবে সাধারণ রোগীরা।

এসময় বক্তৃতা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান শিকদার ফিরোজ আহম্মেদ, সাংবাদিক খোন্দকার নিয়াজ ইকবাল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হাজরা জাহিদুল ইসলাম মন্নু, শেখ ফজর আহমেদ, কচুয়া প্রেসক্লাব সভাপতি তুষার রায় রনি, অধ্যক্ষ সাইফুল ইসলাম, উপাধ্যক্ষ নাজমুল হুদা মিয়া, আওয়ামীগ নেতা শিকদার কামরুল হাসান কচি, নাজমা সরোয়ার,  ফকির মোবাইদুল ইসলাম লিটন, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হুমায়ুন কবির, কচুয়া বাজার বনিক সমিতির সাধারন সম্পাদক শেখ সুমন প্রমুখ।

১২ ডিসেম্বর ২০১৩ :: করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
শুভংকর দাস বাচ্চু/আই হক-নিউজ ডেস্ক/বিআই

About ইনফো ডেস্ক