প্রচ্ছদ / খবর / বাগেরহাট / কচুয়া / আ’লীগ অফিসসহ ৪ দোকান আগুন

আ’লীগ অফিসসহ ৪ দোকান আগুন

বাগেরহাটের কচুয়া উপজেলার শাখারীকাঠি বাজারে দুর্বৃত্তের দেয়া আগুনে স্থানীয় ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের একটি ক্লাব সহ ৪টি দোকান পুড়ে গেছে।

BagerhatPhoto01(14-12-13)শুক্রবার রাত আনুমানিক ২টার দিকে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

খবর পেয়ে স্থানীয়রা আগুন নেভানোর আগেই পুড়ে যায় স্থানীয় আওয়ামী লীগের একটি ক্লাব, সুমন শেখের মুদি দোকান, ডাঃ  সাইদ শেখের হোমিও ফার্মেসী এবং মালেক শেখের চায়ের দোকান।

দোকান মালিকরা জানান, এতে প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে।

এদিকে এ ঘটনার সাথে জড়িত সন্দেহে শনিবার ভোররাতে ঐ এলাকা থেকে পুলিশ দুই যুবককে গ্রেপ্তার করেছে।

আটককৃতরা হলেন, জেলার মোরেরগঞ্জ উপজেলার বারইখালী গ্রামের কামাল হাওলাদার (৩০) এবং কচুয়া উপজেলার পিংগুড়িয়া গ্রামের ইউনুস মোল্লা (৩২)।

বাধাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগ নেতা খান আব্দুল কাদের বাগেরহাট ইনফোকে জানান, গত ১২ ডিসেম্বর শাখারীকাঠি বাজার থেকে গোপণ বৈঠকের সময় পুলিশের হাতে আক্কাস শেখ (৩২) নামে এক জামায়াত কর্মী গ্রেপ্তারের জের ধরে জামায়াত-শিবিরের কর্মীরা এই ঘটনা ঘটিয়েছে।

শনিবার সকালে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবু জিহাদ খান বাগেরহাট ইনফোকে জানান, জামায়াত-শিবির কমীরা নাশকতার উদ্দেশ্যে এঘটনা ঘটাতে পারে। বিষয়টি তদন্ত করে প্রজোনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

১৪ ডিসেম্বর ২০১৩ :: উপজেলা করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
শুভংকর দাস বাচ্চু/এসআই হক-নিউজ এডিটর/বিআই

About ইনফো ডেস্ক