প্রচ্ছদ / খবর / সংঘর্ষের ঘটনায় তিন-চার’শ জনকে আসামি করে মামলা

সংঘর্ষের ঘটনায় তিন-চার’শ জনকে আসামি করে মামলা

বাগেরহাটে জামায়াত-শিবিরে সাথে পুলিশের ঘন্টা ব্যাপি সংঘর্ষে ঘটনায় ৪২ জনের নাম উল্লেখসহ তিন-চার’শ জামায়াত-শিবির নেতা-কর্মী ও স্থানীয় হামলাকারীদের নামে বাগেরহাট সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

গতকাল (রবিবার) গভির রাতে বাগেরহাট থানার উপ-পরিদর্শক (এসআই) শফি উদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলায় জেলা জামায়াতের নায়েবে আমীর মাও. রেজাউল করিম, সেক্রেটারী এ্যাডভোকে আব্দুল ওয়াদুদ, শ্রমিক কল্যান ফেডারেশনের বাগেরহাট জেলা সাধারন সম্পাদক মঞ্জারুল হক রাহাতসহ ৪২ জামায়াত-শিবিরের নেতা-কর্মীর নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আসামী করা হয়েছে আরও প্রায় তিন চারশ জনকে।

বাগেরহাট সদর মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী বাগেরহাট ইনফোকে জানান, রবিবার সন্ধ্যায় জামায়াত-শিবিরের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনায় বিষ্ফোরক দ্রব্য, সরকারী কাজে বাঁধা দান ও বিশেষ ক্ষমতা আইনের ধারা উল্লেখ করে ১টি মামলা দায়ের করা হয়েছে।

মামলায় হামলার সাথে জড়িত জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের আসামী করা হয়েছে। তবে এঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি তার।

উল্লেখ, রোববার সন্ধ্যায় সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের দেওয়ানবাটি গ্রামে জামায়াত-শিবির নিয়ন্ত্রিত একটি মাদ্রাসা এবং ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি মঞ্জুরুল হক রাহাতের বাড়িতে পুলিশ অভিযান চালায়। এসময় পুলিশের সাথে জামায়াত শিবির ও স্থানীয়দের সংঘর্ষে সদর থানার ওসি এবং চার পুলিশ কনস্টেবল আহত এবং শিবিরের ৩ কর্মী গুলিবিদ্ধসহ অন্তত্য ২০ জন আহত হয়।

১৬ ডিসেম্বর ২০১৩ :: নিউজ ডেস্ক,
বাগেরহাট ইনফো ডটকম।।
এসআই হক-নিউজ এডিটর/বিআই

About ইনফো ডেস্ক