প্রচ্ছদ / খবর / বাগেরহাটে আইনজীবীদের কর্মবিরতি

বাগেরহাটে আইনজীবীদের কর্মবিরতি

বাংলাদেশ সুপ্রিম কোর্টে হামলার প্রতিবাদে বাগেরহাটে আইনজীবীরা কর্মবিরতি পালন, আদালত প্রাঙ্গনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

Bagerhat-sador-Mapকর্মসূচির অংশ হিসাবে মঙ্গলবার সকাল থেকে কর্মবিরতি পালন করা পাশাপাশি দুপুরে বিক্ষোভ মিছিল নিয়ে মহা-সড়ক অবোধের চেষ্টা করে তারা। এসময় পুলিশের বাঁধায় আদালতের প্রধান ফটকের সমনে সমাবেশ করে তারা।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি হাওলাদার আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন, আইনজীবী ঐক্য পরিষদের সভাপতি ও বিএনপির কেন্দ্রিয় নেতা ওয়াহিদুজ্জামান দিপু, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সিনিয়র আইনজীবী চাকলাদার আকরাম হোসেন, আসাদুজ্জামান, আব্দুল ওয়াদুদ মুক্তা প্রমূখ।

এ সময়ে আইনজীবী নেতৃবৃন্দ সুপ্রিম কোর্টে হামলা ও আইনজীবীদের মারপিটের ঘটনায় জড়িতদের অবিলম্বে আটক করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

এদিকে, সকালে শহরের পূরতন বাজার এলাকয় কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে ১৮ দলীয় জোট নেতারা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে।

মিছিলটি জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুরাতন বাজার মোড়ে প্রতিবাদ সভা করে।

৩১ ডিসেম্বর ২০১৩ :: নিউজ ডেস্ক,
বাগেরহাট ইনফো ডটকম।।
আআই/এসআই হক-নিউজ এডিটর/বিআই

About ইনফো ডেস্ক