প্রচ্ছদ / খবর / নির্বাচন অফিসে অগ্নিসংযোগ চেষ্টা

নির্বাচন অফিসে অগ্নিসংযোগ চেষ্টা

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে অগ্নি সংযোগের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত ৯টায় দিকে এ ঘটনা ঘটে।

Bagerhat-mapস্থানীয় সূত্র জানান, অজ্ঞাত দুর্বৃত্তরা এসময় পেট্রোল দিয়ে নির্বাচন অফিসের পিছনের দিকের স্যানিটারী পাইপে অগ্নি সংযোগ করে। আগুন ছড়িয়ে পড়ার আগেই স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হয়।

এঘটনার পর খবর পেয়ে উপজেলা সহকারী রিটার্নিং অফিসার মোঃ আব্দুল হালিম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হকসহ উর্ধতনরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ বিষয়ে মোরেলগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার এসএম হাবিবুর রহমান বাগেরহাট ইনফোকে জানান, দুর্বৃত্তরা মোরেলগঞ্জ উপজেলা নির্বাচন অফিসের পেছনের দিকে অগ্নি সংযোগের চেষ্টা করেছিল। নিরাপত্তা বাহিনীর তৎপরতায় তারা পালিয়ে যায়।

এতে ছাদ থেকে পানি নিস্কাসন এবং স্যানিটারী পাইপের কিছুটা ক্ষতি হয়। তবে এতে উল্লেখযোগ্য কোন ক্ষয়-ক্ষতির ঘটনা ঘটেনি বলে জানান তিনি।

ঘটনার পর থেকে উপজেলার নির্বাচন অফিসসহ প্রশাসনিক এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এদিকে, নির্বাচনের এক দিন আগে এমন ঘটনায় স্থানীয় জনমনে আতংক দেখা দিয়েছে।

০৩ জানুয়ারি ২০১৪ :: নিউজ ডেস্ক,
বাগেরহাট ইনফো ডটকম।।
এসআই হক-নিউজরুম/বিআই

About ইনফো ডেস্ক