প্রচ্ছদ / খবর / নৌকার পক্ষে কাজ করার অভিযোগ সতন্ত্র প্রর্থীর

নৌকার পক্ষে কাজ করার অভিযোগ সতন্ত্র প্রর্থীর

বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ ও শরণখোলা) আসনের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট এস এম মনিরুল হক তালুকদার মোরেলগঞ্জ থানার ওসি, উপজেলা সহকারি রিটানিং অফিসার সহ কয়েক জনের বিরুদ্ধে নির্বাচনে পক্ষপাতিত্বের অভিযোগ এনে তাদের দ্রুত প্রত্যারের দাবি জানিয়েছেন।

Bagerhat-Imageশুক্রবার রাত সাড়ে ৯টায় বাগেরহাট প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে মনিরুল হক তালুকদার (দেওয়া ঘড়ি) অভিযোগ করেন, মোরেলগঞ্জ উপজেলা সহকারি রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল হালিম এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল হকের বিরুদ্ধে বর্তমান সংসদ সদস্য ও আওয়ামী লীগ সমর্থীত প্রার্থী ডা. মোজাম্মেল হোসেনের (নৌকা) পক্ষ নিয়েছেন। ফলে ওই দুই কর্মকর্তা মোরেলগঞ্জে দায়িত্ব পালন করলে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।

এ কারণে তিনি দ্রুত তাদের প্রত্যাহারের জন্য নির্বাচন কমিশনের কাছে দাবি জানান।

এ বিষয়ে বাগেরহাট জেলা প্রশাসক ও রিটানিং অফিসার মু. শুকুর আলীর কাছে জানতে চাইলে তিনি জানান,  মোরেলগঞ্জ উপজেলা সহকারি রিটানিং অফিসার ও থানার ভারপ্রাপ্ত কর্মকতার বিরুদ্ধে পক্ষপাতিত্বের কোনো ধরনের অভিযোগ তার কাছে নেই। এমনকি কোনো প্রার্থী শুক্রবার রাত সাড়ে ১১টা পর্যন্ত ওই দুই কর্মকর্তার বিরুদ্ধে কোনো ধরনে অভিযোগ করেন নি।

উল্লেখ্য, বিরধী দলের অংশগ্রহনহীন ১০ম জাতীয় সংসদ নির্বাচনে জেলার ৪টি নির্বাচনী আসনের ৩টিতে আ’লীগের একক প্রার্থী থাকায় তারা বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হন। আর বাগেরহাট-৪ আসনে আওয়ামী লীগ মনোনিত এক জন এবং সতন্ত্র হিসাবে আ’লীগের দুই বিদ্রহী প্রার্থীসহ মোট ৪ জন প্রতিদন্দিতা করছে।

০৪ জানুয়ারি ২০১৪ :: নিউজ ডেস্ক,
বাগেরহাট ইনফো ডটকম।।
এসআই হক-নিউজরুম/বিআই

About ইনফো ডেস্ক