বাগেরহাটের মোরেলগঞ্জে আওয়ামী লীগ নেতা এবং ইউপি চেয়ারম্যান শহিদুল ফকিরের লাইসেন্সী একটি শর্টগান ও গুলি জব্দ করেছে স্ট্রাইকিং ফোর্সের।
শনিবার দুপুর ১২টার দিকে দৈবজ্ঞহাটি ইউনিয়নের তুলাতলা এলাকায় দলবল নিয়ে অস্ত্রসহ মহড়া দেয়ার অভিযোগে তার হতে থাকা শর্টগান (যার নং-৭৫৮৫) জব্দ করে স্ট্রাইকিং ফোর্সের সদস্যরা।
শহিদুল ফকির উপজেলার দৈবজ্ঞহাটি ইউনিয়ন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা এবং ইউনিয়ন চেয়ারম্যান।
এ সময় তার কাছে থাকা ৬ রাউন্ড এলজি কার্তুজও স্ট্রাইকিং ফোর্সের সদস্যরা নিয়ে যায়।
এ বিষয়ে ওই আ.লীগ নেতার কাছে জনতে চাইলে তিনি জানান, নিরাপত্তাজনিত কারনে অস্ত্র সঙ্গে নিয়ে তার এক আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন। হঠাৎ করেই সাদা রংয়ের গাড়িতে করে আসা পুলিশের সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করে এবং অস্ত্র ও গুলি নিয়ে যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ আব্দুল হালিম এ খবরের সত্যতা স্বিকার করেছেন।
নির্বাচন পরিচালনার সাথে জড়িত কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, শহিদুল ফকিরের বিরুদ্ধে নৌকা প্রতীকের পক্ষে এলাকায় ত্রাস সৃষ্টির অনেক অভিযোগ রয়েছে।
বাগেরহাট ইনফো ডটকম।।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More