প্রচ্ছদ / খবর / ৯ দিনে বহিস্কার ১৬ আ’লীগ নেতা

৯ দিনে বহিস্কার ১৬ আ’লীগ নেতা

সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত ৯ দিনে বাগেরহাটে ১৬ আ’লীগ নেতাকে বহিস্কার করা হয়েছে।

এদের মধ্যে বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে প্রার্থী হওয়ায় ২ জন এবং তাদের পক্ষে নির্বাচনী প্রচারনার কারণে ১৪ জনকে বহিস্কার করা হয়।

এদের মধ্যে ২৬ ডিসেম্বর প্রার্থী হওয়ায় বহিস্কৃত হন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ড. আব্দুল রহিম খান ও মোড়েলগঞ্জ পৌর আ’লীগের আহবায়ক জনাব এ্যাড: এস.এম মনিরুল হক তালুকদার।

গতকাল (শুক্রবার) ৩ জানুয়ারি বহিস্কৃতরা হলেন- শরণখোলা উপজেলা আ’লীগের সভাপতি কামাল উদ্দিন আকন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির বাবলু, সহ-সভাপতি আঃ রশিদ আকন, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম কালাম, আঃ সোবহান মুন্সি, সাংগঠনিক সম্পাদক আকন আলগীর, নির্বাহী সদস্য শাহজাহান বাদল, জালাল আহমেদ রুমি, মহিম আকন, হাফিজুর রহমান আকন এবং মোরেলগঞ্জের হোগলাবুনিয়া ইউপি আ’লীগের সভাপতি মোকলেছুর রহমান, পুটিখালী ইউপি আ’লীগের সভাপতি মাহাবুবুর রহমান শিকদার ও সাধারণ সম্পাদক আঃ রাজ্জাক শেখ।

Bagerhat-mapআর সবশেষ শনিবার একই অভিযোগে মোরেলগঞ্জের বলইবুনিয়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক কবির হোসেনকে।

জেলা আ’লীগের দপ্তর সম্পাদক এ্যাড. সিদ্দিকুর রহমান খান বাগেরহাট ইনফোকে জানান, ১০ম জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট -৪ (মোড়েলগঞ্জ-শরণখোলা) আসনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী জেলা আ’লীগের সভাপতি ডাঃ মোজাম্মেল হোসেনের বিপরীতে প্রাথী হওয়ায় ড. আব্দুল রহিম খান ও মনিরুল হক তালুকদারকে দলীয় শৃঙ্খলা ভঙ্গে দল থেকে বহিস্কার করা হয়।

তিনি আরও জানান, ওই দিনই বহিস্কৃত নেতার পক্ষে অবস্থানকারীদের বিরুদ্ধে তথ্য সংগ্রহ এবং ব্যবস্থাগ্রহনের জন্য ৩ সদস্য বিশিষ্ট কমিটিও গঠন করা হয়। তদন্ত কমিটি ১৩ জনের বিরুদ্ধে নির্বাচনী প্রচার-প্রচারনায় সক্রীয় অংশগ্রহনের প্রমান পাওয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ব্যবস্থা গ্রহনের জন্য ৩ জানুয়ারি জেলা কমিটির কাছে সুপারিশ জানায়। জেলা কামিটির জরুরি সভায় সর্বসম্মতি ক্রমে ১৩ জনকে বহিস্কার করে।

এরপর ৪ জানুয়ারি ওই তদন্ত কমিটি বলইবুনিয়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক কবির হোসেনকে বহিস্কারের সুপারিশ করলে জুরুরী সভা করে তাকেও বহিস্কার করা হয়। এই মিলে এ পর্যন্ত ১৬ জনকে বহিস্কার করা হয়েছে।

০৪ জানুয়ারি ২০১৪ :: নিউজ রুম,
বাগেরহাট ইনফো ডটকম।।
এসএসএস/এএস/আই হক-নিউজ/বিআই

About ইনফো ডেস্ক