প্রচ্ছদ / খবর / রামপালে জামায়াতের দুই কর্মী আটক

রামপালে জামায়াতের দুই কর্মী আটক

বাগেরহাটের রামপালে নাশকতার অভিযোগ এবং পুলিশের উপর হামলার ঘটনায় দুই জামায়াত কর্মীকে আটক করেছে পুলিশ।

Rampalসোমবার সন্ধায় উপজেলার সোনাতুলিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- মৃত আবুবক্কার শেখের ছেলে মাওলানা মো. আবুল বাসার (৪০) এবং মৃত ইসমাইল হোসেলে ছেলে শাহাদাত সোসেন (৫৫)। তাদের বড়ি উপজেলার সোনাতুলিয়া গ্রামে।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী দাউদ হোসেন বাগেরহাট ইনফোকে আটকের বিষয়টি নিশ্চত করে জানান, পুলিশের উপর হামলা মামলা এবং নশকতা সৃষ্টির অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে।

এদিকে, বাগেরহাট পৌর জামায়াতের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোস্তাইন বিল্লাহকে সন্ধায় জেল গেট থেকে আটক করেছে ডিবি পুলিশ।

বাগেরহাটের একটি আদালত থেকে ২ টি মামলায় জামিনের পর কারগার থেকে বের হওয়ার সময়ে ডিবি পুলিশ তাকে আটকের পর বাগেরহাট সদর মড়েল থানায় হস্তান্তর করেছে। এ নিয়ে টানা দ্বিতীয় বার তাকে জেল গেট থেকে আটক করা হয়। তবে কোন মামলায় তাকে আটক করা হয়েছে তা জানা যায়নি।

১৩ জানুয়ারি ২০১৪ :: নিউজ ডেস্ক, 
বাগেরহাট ইনফো ডটকম।।
রতন/এসআই হক-নিউজরুম/বিআই

About ইনফো ডেস্ক