
সারাদেশে বিএনপি-জামাতের নৈরাজ্য সৃষ্টি ও ইস্যু বিহীন হরতাল ও পুলিশ হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার সকালে বাগেরহাটে যুবলীগ নেতা শেখ ইদ্রীস আলীর নেতৃত্বে রেলরোড দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সাধনার মোড়ে যুবলীগ নেতা শেখ ইদ্রীস আলীর সভাপতিত্বে হরতালের বিরুদ্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ নেতা অম্ভরিশ রায়, মোঃ মাসুম শেখ, মোঃ আব্দুস সোবাহান ব্যাপারী (ইয়াহিয়া) অধ্যাপক এবি, এম আবদুল হক বাবুল, লাচ্ছু ফকির, মোঃ হান্নান ব্যাপারী প্রমুখ।
সমাবেশে বক্তারা সারাদেশে জামাতের নৈরাজ্য সৃষ্টি পুলিশ হত্যা ও ইস্যু বিহিন হরতালের প্রতিবাদ জানান। তারা বলেন, দেশরত্ম জননেত্রী শেখ হাসিনা যখন ৭১এর মানবতা বিরোধী যুদ্বাপরাধী গোলাম আজম নিজামী, দেলোয়ার হোসেন সাঈদীসহ সকল রাজাকার আলবদদের দেশের প্রচলিত আইন অনুযায়ী বিচার করছেন ঠিক তখনী মানবতা বিরোধী যুদ্বাপরাধীদের বাঁচানোর জন্য বিএনপি জামাত জোট হয়ে সারাদেশে নৈরাজ্য সৃষ্টি পুলিশ হত্যা সহ ইস্যু বিহীন হরতাল দিচ্ছে। তাদের এই জনভোগান্তির হরতাল জনগন কখনো মেনে নেবেনা।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More