প্রচ্ছদ / খবর / যোগাযোগের সেই বেলী ব্রীজটি এখন মরন ফাঁদ

যোগাযোগের সেই বেলী ব্রীজটি এখন মরন ফাঁদ

কর্তৃপক্ষের অবহেলা ও উদাসীনতায় সংস্কারের অভাবে বাগেরহাটের ফকিরহাটে উপজেলা সদরের সাথে মূলঘর সংযোগ ভৈরব নদীর উপর তৈরী স্টীলের বেইলী ব্রীজটি এখন জনসাধারনের জন্য মরন ফাঁদে পরিনত হয়েছে।

BagerhatPhoto01(18-01-2014)দির্ঘ্য দিন সংস্কারের অভাবে ব্রীজটির পাত ভেঙ্গে যাওয়ায় প্রতিনিয়ই ছোট খাট দূর্ঘটনার পাশাপাশি মারাত্বক দুর্ভোগ পোহাতে হচ্ছে কমলমতি ছাত্র/ছাত্রী ও জনসাধারনের।

সরেজমিন ঘুরে জানা যায়, প্রায় দুই যুগেরও বেশী সময় আগে ভৈরব নদীর (আঠারবেঁকীর শাঁখা) উপর ফকিরহাট এবং উপজেলার মূলঘরের সংযোগ রক্ষাকারী হিসেবে বেইলী ব্রীজটি তৈরী করা হয়। সে সময় স্টীলের এ সেতু দিয়ে দুরপাল্লার যানবাহন সহ ছোট ছোট যানবাহন চলাচল করত। তখন এটি ছিলো ঢাকা-মাওয়ার পুরাতন সড়ক।

বর্তমানে ঝুকিপূর্ন এ সেতুটি দিয়ে উপজেলার মূলঘর ইউনিয়নসহ আশপাশ এলাকার লোকজন ফকিরহাট সদর বাজার, উপজেলা পরিষদ, থানা পুলিশ, বাগেরহাট ও খুলনা অঞ্চলসমূহে যাতায়াত করে। বিশেষ করে এসব অঞ্চলের সঙ্গে অন্যতম ব্যবসা কেন্দ্র ফকিরহাট সদর বাজারের যোগসূত্র স্থাপন করেছে সেতুটি।

যার কারণে স্টীলের সেতুটির স্থানে স্থায়ী ভবে একটি আরসিসি সেতু নির্মাণে জন্য র্দীঘদিনের দাবি ছিল এ অঞ্চলের জনসাধারনের। তবে সে দাবি আজও পূরন হয়নি।

স্থানীয়রা বাগেরহাট ইনফোকে জানান, জেলা এবং উপজেলা পরিষদের মাধ্যমে সেতুটি সাময়িক মেরামত করা না হলে কিছু দিনের মধ্যে এটি সম্পূর্ণ ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে।

ভূক্তভোগীরদের অভিযোগ, সেতুটি স্টীলের পাতগুলো সিডিউল অনুযায়ী সঠিকভাবে দেয়া হয় না। স্থানীয়রা ব্যস্ততম এ সেতু দিয়ে প্রতিদিন শিশু-কিশোর, যুবক-যুবতী, পুরুষ-মহিলা, বৃদ্ধ-বৃদ্ধা, সবাই জীবনের ঝুকি নিয়ে প্রতিনিয়ত যাতায়াত করে থাকেন।

স্থানীয়রা জানান, সেতুটির বেহাল দশার কারণে ছোটখাটো দুর্ঘটনা লেগেই রয়েছে। যে কোন মুহুর্তে বড় ধরনের দুর্ঘটনার আশংকা রয়েছে। তবে এ ব্যাপারে কারো যেন কোন মাথা ব্যাথা নেই।

তারা জানান, সেতুটির স্টীলের পাতই শুধু নষ্টই হয় নি, মরিচা ধরেছে এর কাঠামোতে। এরই মধ্যে কাঠামর কিছুটা বেঁকেও গেছে। যানবাহন ও প্রতিনিয়ত জনসাধারনের চলাচলের কারনে শীঘ্রই সেতুটি ধসে পড়লেও অবাক হওয়ার কিছু থাকবে না। সেতুটি ভেঙ্গে গেলে মূলঘর ইউনিয়নসহ আশপাশ এলাকার বিভিন্ন স্থানের সাথে সরাসরি সড়ক যোগাযোগ ব্যাবস্থা বিছিন্ন হয়ে পড়বে।

বেইলী ব্রীজটি দিয়ে প্রতিদিন যাতায়াত করে শত শত ভ্যান, বাইসাইকেল, মটরসাইকেল, টেম্পু, নছিমন-করিমনসহ বিভিন্ন যানবাহন। সম্প্রতি সংশ্লিষ্ট কর্তপক্ষ যাতায়াতের জন্য আশু ব্যবস্থা করলেও তা বর্তমানে নষ্ট হয়ে পড়েছে।

তাই অবিলম্বে ফকিরহাট-মূলঘর সংযোগ রক্ষাকারী সেতুটি পুনঃ নির্মান বা সঠিক মেরামতের জন্য স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়কে জরুরী পদক্ষেপের নিতে দাবি জানিয়েছেন ভূক্তভোগী জনসাধারন ও ব্যবসায়ি।

১৮ জানুয়ারি ২০১৪ :: নিউজ ডেস্ক,  
বাগেরহাট ইনফো ডটকম।।
মান্না দে/এসআই হক-নিউজরুম/বিআই
১৮ জানুয়ারি ২০১৪ :: নিউজ ডেস্ক,  
বাগেরহাট ইনফো ডটকম।।
এএস/এসআই হক-নিউজরুম/বিআই

– See more at: http://bagerhatinfo.com/news/9222/#sthash.Fo4LOzjl.dpuf

About ইনফো ডেস্ক