প্রচ্ছদ / খবর / সুন্দরবনের শীর্ষ বাহিনীর বিরুদ্ধে র‌্যাবের মামলা

সুন্দরবনের শীর্ষ বাহিনীর বিরুদ্ধে র‌্যাবের মামলা

সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের নারকেলবাড়িয়া এলাকায় র‌্যাবের সঙ্গে বনদস্যু শীর্ষ বাহিনীর বন্দুক যুদ্ধের পর বাহিনী প্রধানসহ ৩২ দস্যুকে আসামী করে শরণখোলা থানায় একটি মাললা করে র‌্যাব।

Saronkholaর‌্যাব-৮ এর ডিএডি নাজির আহম্মেদ বাদী হয়ে মঙ্গলবার বিকালে বাগেরহাটের শরণখোলা থানায় দস্যুদের বিরুদ্ধে মাললাটি দায়ের করেন।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আব্দুল ছালেক বাগেরহাট ইনফোকে জানান, রোববার রাতে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের নারকেলবাড়িয়া এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‌্যাব-৮) সঙ্গে বনদস্যু শীর্ষ বাহিনীর বন্দুকযুদ্ধের ঘটনায় বাহিনী প্রধান রেজাউল ওরফে শীর্ষসহ ৩২ জনকে আসামী করে মালনা দায়ের করে র‌্যাব।

প্রসংঙ্গত, রোববার রাতে র‌্যাবের সাথে ঘন্টা ব্যাপি ওই বন্দুক যুদ্ধের ঘটনায় এক র‌্যাব সদস্য এবং তাদের বোটের মাঝিসহ ৮ থেকে ১০ বন দস্যু আহত হয়।

২১ জানুয়ারি ২০১৪ :: নিউজ রুম এডিটর,  
বাগেরহাট ইনফো ডটকম।।
এসআই হক-নিউজরুম/বিআই

About ইনফো ডেস্ক