প্রচ্ছদ / খবর / বাগেরহাট / কচুয়া / বাগেরহাটের ২ উপজেলায় ২৬ প্রার্থীর মননয়নপত্র দাখিল

বাগেরহাটের ২ উপজেলায় ২৬ প্রার্থীর মননয়নপত্র দাখিল

Upzila-election2014আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বাগেরহাটের ফকিরহাট ও কচুয়া উপজেলায় মোট ২৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

প্রার্থীরা নিজ নিজ উপজেলা রির্টানিং অফিসারের কার্যালয়ে এ মনোনয়পত্র দাখিল করেন।

রোববার বিকালে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় পর্যন্ত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানমহিলা (নারী) ভাইস চেয়ারম্যান এই তিনটি পদে আওয়ামী লীগবিএনপি’র প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করলেও জামায়াত, জাতীয় পার্টিসহ অন্য কোন দল এই নির্বাচনে প্রার্থী দেয়নি।

জেলার ফকিরহাট উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়পত্র জমা দিয়েছেন ৪ জন। এছাড়া এই উপজেলায় ভাইস চেয়াম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়পত্র জমা দিয়েছেন ৪ জন ও দুই জন প্রার্থী।

এরা হলেন- চেয়ারম্যান পদে সরদার নিয়ামত হোসেন (আওয়ামী লীগ), শেখ আলী আহমেদ (আওয়ামী লীগ), শেখ কামরুল ইসলাম (বিএনপি), শেখ শরিফুল ইসলাম কারিম (বিএনপি)। এরমধ্যে সরদার নিয়ামত হোসেন বর্তমান চেয়ারম্যান।

BagerhatPhoto01(02-02-2014)ভাইস চেয়ারম্যান পদে, মোড়ল নুর মোহম্মদ, শেখ মিজানুর রহমান (আওয়ামী লীগ), মনোতোষ রায় (যুবলীগ) ও শেখ দেলোয়ার হোসেন। এরমধ্যে শেখ মিজানুর রহমান বর্তমান ভাইস চেয়ারম্যান।

মহিলা (নারী) ভাইস চেয়ারম্যান পদে পদে, খান নাদিরা ইয়াসমিন (বিএনপি) এবং তহুরা খানম (আওয়ামী লীগ)। এরমধ্যে তহুরা খানম বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান।

একই সময়ে কচুয়া উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৯ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন মনোনয়পত্র দাখিল করেছেন।

এরা হলেন- চেয়ারম্যান পদে এস.এম মাহফুজুর রহমান (আওয়ামী লীগ), সরদার জাহিদ (বিএনপি), মীর জায়েসী আশরাফী জেমস (ছাত্রলীগ), হাজরা দেলোয়ার হোসেন (আওয়ামী লীগ) ও মো. সাইফুল ইসলাম (আওয়ামী লীগ)। এরমধ্যে এস.এম মাহফুজুর রহমান বর্তমান চেয়ারম্যান।

ভাইস চেয়ারম্যান পদে ফিরোজ আহমেদ (আওয়ামী লীগ), আলী হাসান দিহিদার সুজন (ছাত্রলীগ), শেখ লুৎফর রহমান (বিএনপি), মাহমুদুল হাসান, হাজরা ওবায়দুর রেজা সেলিম (কৃষক লীগ), এস.এম আবু বক্কর সিদ্দিক (আওয়ামী লীগ), শেখ জাহাঙ্গীর হোসেন (যুবদল), মোকসেদ আলী শেখ (বিএনপি) ও মো. আতিকুল ইসলাম (বিএনপি)। এরমধ্যে ফিরোজ আহমেদ বর্তমান ভাইস চেয়ারম্যান।

মহিলা (নারী) ভাইস চেয়ারম্যান পদে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন, শাহিদা আক্তার (মহিলা দল) ও মিসেস নাজমা সরোয়ার (মহিলা লীগ)। এরমধ্যে শাহিদা আক্তার বর্তমান ভাইস চেয়ারম্যান।

ফকিরহাট উপজেলা নির্বাচন কার্যালয়ের কর্মকর্তা আব্দুস সাত্তার এবং কচুয়া উপজেলা নির্বাচন কার্যালয়ের কর্মকর্তা আতিকুল ইসলাম এ সব তথ্য নিশ্চিত করেছেন।

দ্বিতীয় দফা উপজেলা পরিষদ নির্বাচনে বাগেরহাটের ২ টি উপজেলায় মনোনায়নপত্র সংগ্রহ ও জমাদান রোববার বিকেলে শেষ হয়েছে। ৪ ফেব্রুয়ারি মনোনায়নপত্র যাচাই বাছাই, ১২ ফেব্রুয়ারি মনোনায়নপত্র প্রত্যাহারের শেষ সময় এবং ২৭ ফেব্রুয়ারি নির্বাচন হবে।

০২ ফেব্রুয়ারি ২০১৪ :: নিউজ ডেস্ক, 
বাগেরহাট ইনফো ডটকম।।
অলীপ ঘটক/শুভংকর দাস বাচ্চু /এস হক-নিউজরুম/বিআই

About ইনফো ডেস্ক