প্রচ্ছদ / খবর / চিতলমারীতে এক গৃহবধূকর উপর বরবর আক্রমন

চিতলমারীতে এক গৃহবধূকর উপর বরবর আক্রমন

বাগেরহাটের চিতলমারীতে এক গৃহবধূকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালানো হয়েছে। গুরুতর আহত অবস্থায় ওই গৃহবধূকে বাগেরহাট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নির্যাতিতার পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার শ্যামপাড়া গ্রামের সুরঞ্জন বৈরাগীর স্ত্রী শীমা বৈরাগী(২২) শুক্রবার সকাল ১০ টার দিকে স্বামীর জন্য খাবার নিয়ে মাঠে যাচ্ছিল। এ সময় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিবেশিসহ ৭/৮ জন মিলে শীমাকে বেদম মারধর করে ও তার পরণের শাড়ি-ব্লাউজ ছিঁড়ে ফেলে। এ সময় তার শরীরের বিভিন্ন স্থানে তারা কাঁমড়ে ক্ষতের সৃষ্টি করে।

এতে সে ঘটনাস্থলে জ্ঞান হারিয়ে ফেলে। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে চিতলমারী স্বাস্থ্যকেন্দ্র আনা হলে সেখানে তার অবস্থার অবনতি ঘটলে পরে তাকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। এখন পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।

এ ব্যাপারে চিতলমারী থানার এসআই শিকদার রাকিবুল উদ্দিন জানান, থানায় মামলার প্রস্তুতি চলছে। মামলা হলে তারা দ্রুত ব্যবস্থা নেবেন।

About ইনফো ডেস্ক