প্রচ্ছদ / খবর / কেউ খোঁজ নিতে আসেনি শিশুটির

কেউ খোঁজ নিতে আসেনি শিশুটির

দু’দিন পার হলেও কেউ খোঁজ নিতে আসেনি ঢাকা বিক্রমপুর থেকে পথ ভুলে আসা  ১১ বছরের শিশু সজিব ঢালী।

Sajiob(06-02-2014)গত ৫ ফেব্রুয়ারী দুপুরে বিশ্বরোড এলাকায় তাকে একা ঘুরতে দেখে স্থানীয়দের মাঝে কৌতুহল হয়। এরপর তার কাছে জানতে চাইলে শিশুটি জানায় তার বাড়ী বিক্রমপুর, তার পিতার নাম মাসুদ ঢালী। সে বাড়ী থেকে পালিয়ে এসেছে।

তবে কি কারনে সে পালিয়ে এসেছে তা এ রির্পোট লেখা পর্যন্ত জানা যায়নি। বর্তমানে শিশু সজিব ফকিরহাট থানায় পুলিশের নিকট রয়েছে।

এ ব্যাপারে থানার এস আই মোঃ মতলেবুর রহমান জানান, তার খোঁজে কেউ না আসলে তাকে আদালতের মাধ্যমে নিরাপদ কারাগারে হস্তন্তর করা হবে।

এ ব্যাপারে স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি পরিবহনে করে সে বিশ্বরোড এলাকায় এসে নামে। শিশুটি বিক্রমপুর একটি প্রাইমারী স্কুলের ২য় শ্রেণীর ছাত্র বলে জানায়।

তবে স্কুলের নাম বলতে পারেনী। তার গায়ের রং ফর্সা, গোলগাল মুখ। তার একটি চোখ ছোট। শীতের কাপড় পরিহিতা। শিশুটি একটি মুঠোফোন নাম্বার দিলেও উক্ত নাম্বারে কল করলেও কেউ রিসিভ করেনা বলে পুলিশ জানায়।

০৬ ফেব্রুয়ারি ২০১৪ :: মান্না দে, নিউজ  করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
এসআই হক-নিউজরুম/বিআই

About ইনফো ডেস্ক