প্রচ্ছদ / খবর / বাগেরহাট / কচুয়া / মাহফুজ চেয়ারম্যানের বিরুদ্ধে নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগ

মাহফুজ চেয়ারম্যানের বিরুদ্ধে নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগ

উপজেলা পরিষদ নির্বাচনে বাগেরহাটের কচুয়ায় ক্ষমতাসীন দল সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আ’লীগ সভাপতি শেখ মাহফুজুর রহমানের (দোয়াত কলম) বিরুদ্ধে নির্বাচনের আচারণ বিধি লঙ্ঘন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে নানা ভাবে ভয়ভীতি ও হুমকি প্রদানের অভিযোগ করেছেন বিএনপি সমর্থিত প্রার্থী।

রোববার দুপুরে কচুয়ায় নিজের বাসায় সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন বিএনপি সমর্থিত আনারস প্রতীকের প্রার্থী সরদার জাহিদ।

এসময় তিনি বলেন, নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই সুষ্ঠু ও স্বাভাবিক নির্বাচনের পরিবেশ বিঘ্নিত হতে চলেছে। সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় চিহ্নত সন্ত্রাসী দিয়ে দোয়াত কলম মার্কায় ভোট প্রদানের জন্য হুমকি প্রদর্শন ও বিভিন্ন জায়গায় মা বোনদের নির্বাচনের দিন কেন্দ্রে গোলযোগ হবে বলে ভোট কেন্দ্রে উপস্থিত না হওয়ার জন্য বিশেষ ভাবে নির্দেশ প্রদান করে আসছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, আ’লীগ সমর্থকরা নির্বাচনে আমার প্রচার কার্য চালাতে বাধা প্রদান করা হচ্ছে। তারা গতকাল উপজেলার ধোপাখালী ইউনিয়নের ভাষা বাজারে দোয়াতকলমের কর্মীরা আমার (আনারস প্রতিকের) প্রচার মাইক বন্ধ করে দেয়। এসময় তারা আমার প্রচার কাজে নিয়জিত কর্মী মো: আক্কাস সেখ (৪০) কে মার ধর করে।

তবে এব্যাপারে তাৎক্ষনিক দায়িত্বরত নির্বাহী মেজিস্ট্রেটকে জানাল্ওে তিনি কোন ব্যাবস্থা গ্রহণ করেন নি। এছাড়া বিভিন্ন সময়ে আ’লীগ সমর্র্থীত মাহফুজুর রহমানের (দোয়াত কলম) সমর্থকরা আমার প্রচার গাড়ী রোধ এবং প্রচার কাজে বাধা প্রদান করেছে।

তিনি অভিযোগ করে বলেন, তারা আগামী ২৭ ফেব্রুয়ারির আগে তারা আমার কর্মী-সমর্থকদের বাজারে না আসা এবং আনারস প্রতিকে ভোট না চাওয়ার জন্য প্রাকশে হুমকি প্রদান করে। দোয়াত কলমের পক্ষে আজ সকালেও ২০-২৫টি মটর সাইকেল উপজেলার ভাষা ও বয়ারসিংগা বাজারে গিয়ে উচ্চ সরে দোকান পাট বন্ধ করে দিতে এবং গন্ডগোল হবে বলে চেচামেচিজ করে।

সরদার জাহিদ বলেন, আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে দুইজন সংসদ সদস্য প্রকাশ্যে কাজ করছেন। তারা প্রকশে দোয়াত কলমকে আওয়ামী লীগের মার্কা বলে স্লোগান দেয়।এ ব্যাপারে লিখিত এবং ভিডিও ফুটেজসহ রিটার্নিং অফিসার বরাবর অভিযোগ দেওয়া হলেও কোনো কাজ হয়নি।

এসময় তিনি কারচুপি এবং দলীয় প্রভাব মুক্ত নির্বাচনের দাবি জানিয়ে প্রশাসন এবং গন মাধ্যমের সহায়তা চান।

প্রসংঙ্গত, এর আগে গত বৃহস্পতিবার দুপুরেও একই অভিযোগ ও দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেন চেয়ারম্যান প্রার্থী সরদার জাহিদ।

বিএনপি সমর্থিত প্রার্থীর অভিযোগের বিষয়ে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা মজিবুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বাগেরহাট ইনফো ডটকমকে বলেন, সরদার জাহিদের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
২৩ ফেব্রুয়ারি ২০১৪ :: ইনজামামুল হক
বাগেরহাট ইনফো ডটকম।।
এসআই হকনিউজরুম এডিটর/বিআই

About ইনফো ডেস্ক