বাগেরহাটের ফকিরহাট উপজেলার পিলজংগ ইউনিয়ন চেয়ারম্যান ও আ’লীগ নেতা খাঁন শামীম জামান পলাশের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে উপজেলার টাউন নওয়াপাড়া বাজারে অনু্ষ্ঠিত প্রতিবাদ সভায় অংশ নেয় ইউনিয়নের সর্বস্থরের জনগন।
মানববন্ধন শেষে ইউপি সদস্য অমল কৃষ্ণ ঘোষের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তিতা করেন, মোঃ রেজাউল করিম টিপু, মাষ্টার সেলিম মাসুদ, গোলাম মোস্তফা, শংকর দে, কালিদাশ দাশ, নাসিম উদ্দিন, নুর মোহম্মদ মল্লিক, পূনিমা রানী দে, মনিরুজ্জামান মনি, আব্দুল্লা আল মামুন ও ডাঃ হুমায়ুন কবির প্রমুখ।
বক্তারা বাজারের ডিসিআর বাতিল করে, প্রকৃত ব্যবসায়ীদের ডিসিয়ার প্রদান করা সহ দ্রুত বাকি ভূমি দস্যু সন্ত্রাসীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মুলক মাস্তির দাবী জানান।
উল্লেখ্য, গত ১৯ফেব্রয়ারী দুপুরে টাউন নওয়াপাড়া বাজারে সরকারী জমি ভরাট করে সেখানে মাংশ বিক্রেতাদের বাসাবার ঘটনায় স্থানীয় দেলোয়ারের লোকজন ইউপি চেয়ারম্যন ও আ.লীগ নেতা খাঁন শামীম জামান পলাশকে কুপিয়ে গুরুত্বর জখম করে। এঘটনায় দেলোয়ার ও তার শ্যালক আজিম কে একটি ধারালো দা সহ আটক করা হয়।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More