নিখোঁজের ৪ দিনপর বাগেরহাটের মোল্লাহাটে ধান ক্ষেত থেকে এক কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার রাতে উপজেলার ভৈরবনগর গ্রামের ধান ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় মোল্লাহাট থানায় একটি মামলা হয়েছে।
নিহতের আত্মীয় এবং এলাকাবাসী জানায়, গোপালগঞ্জের টুংঙ্গীপাড়া রবীন্দ্রনাথ মন্ডলের কন্যা গোপালগঞ্জ টেক্যানিকাল কলেজের এইচএসসি পরীক্ষার্থী সম্পা রানী মন্ডলের সঙ্গে প্রেমের সম্পর্ক হয়। এরই সূত্র ধরে বুধবার রাতে বাড়ি থেকে স্বর্ণের গহনা ও কাপড় নিয়ে পালিয়ে গোপালগঞ্জ সরকারী বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজের অনার্সের ছাত্র মোল্লাহাট উপজেলার ভৈরবনগর গ্রামের সত্যেন্দ্রনাথ মন্ডলের পুত্র রমেন্দ্রনাথ মন্ডলের বাড়ীতে আশ্রয় নেয় ওই মেয়ে।
৪ দিন পর রবিবার রাতে প্রেমিকে রমেন্দ্র নাথের বাড়ীর কাছের একটি ধান ক্ষেত থেকে পুলিশ সম্পার লাশ উদ্ধার করে।
এ ঘটায় প্রেমিকের পিতা সত্যেন্দ্রনাথ মন্ডলসহ ওই পরিবারের ৪ সদস্যকে সন্দেহ মূলক আটক করেছে পুলিশ। এদিকেই ঘটনার পর থেকে প্রেমিক রমেন্দ্রনাথ মন্ডল পালাতক রয়েছে।
মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ মোঃ খায়রুল আনাম বাগেরহাট ইনফোকে জানান, হত্যার সঠিক রহস্য উদঘাটনে জোর তৎপরতা চালানো হচ্ছে। নিহত কলেজ ছাত্রীর গলায় ও কানে স্বর্ণের গহনা থাকলেও আরো গহনা ও কাপড় ভর্তি ব্যাগের সন্ধান এবং কখন-কিভাবে হত্যা করা হয়েছে তা এখনও জানা যায়নি।
এই বিষয়ে বাগেরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মো. মঈনউদ্দিন মোল্লা জানান, তিনি ওই কলেজছাত্রীর লাশের ময়নাতদন্ত সম্পন্ন করেছেন। শ্বাষরোধ করে তাকে হত্যা করা হয়েছে।
তবে লাশে পচন ধরায় বোঝা যাচ্ছে না যে, ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে কি না।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More