প্রচ্ছদ / আরও... / নিয়োগ বিজ্ঞপ্তি- ১৯ ফেব্রুয়ারী ২০১৪

নিয়োগ বিজ্ঞপ্তি- ১৯ ফেব্রুয়ারী ২০১৪

১৯ ফেব্রুয়ারী ২০১৪ বুধবার, দৈনিক পূর্বাঞ্চল পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি সমূহ-

১। নিয়োগ বিজ্ঞপ্তি

সরকারী বিধি মোতাবেক সায়েড়া লক্ষীখালী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ডাক: সায়েড়া, বাগেরহাট এর জন্য শূন্যপদে ১ জন সহকারী শিক্ষক (শরীর চর্চা) ও সৃষ্টপদে সহকারী শিক্ষক (কৃষি) নিয়োগ দেয়া হবে। সৃষ্টপদে মহিলা অগ্রাধীকার। উভয় পদের জন্য ৫০০/= (পাচশত) টাকার ব্যাংক ড্রাফট ও প্রয়োজনীয় কাগজপত্রসহ বিজ্ঞপ্তি প্র্রকাশের ১৫ (পনের) দিনের মধ্যে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) এর বরাবর আবেদন করতে হবে।

প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)

২। নিয়োগ বিজ্ঞপ্তি (২য় বার)

সরকারী বিধিমোতাবেক দেয়াড়া যুগিহাটি আমিনিয়া আলিম মাদ্রাসা, পো: যুগিহাটি, উপজেলা: রূপসা, জেলা-খুলনার শূন্যপদে একজন সহকারী শিক্ষক (ইংরেজী) আবশ্যক। প্রার্থীকে ৩শ নম্বরের ইংরেজীসহ স্নাতক/ইংরেজী বিষয়ে সম্মান পাশ হতে হবে। বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে দুই কপি ছবি ৫০০/- পোস্টাল অর্ডার, প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করুন। শুধুমাত্র মহিলা প্রার্থীগণ আবেদন করবেন। পুরুষ প্রার্থীর আবেদন নিস্প্রয়োজন।

সভাপতি

৩। নিয়োগ বিজ্ঞপ্তি

সরকারী বিধিমোতাবেক চর কচুড়িয়া দাখিল মাদ্রাসা, ডাক: উমাজুড়ী, উপজেলা: চিতলমারী, জেলা: বাগেরহাট এর জন্য ১ জন সহকারী শিক্ষক (সামাজিক বিজ্ঞান) নিয়োগ করা হবে। শুধুমাত্র উপযুক্ত মহিলা প্রার্থীদের অগ্রাধীকার দেয়া হবে। ৩০০/= টাকার অফেরতযোগ্য ব্যাংক ড্রাফটসহ সুপার বরাবর পৌছানোর শেষ তারিখ ১০/০৩/২০১৪। ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশকাল ১৭/০২/১৪ থেকে ৩০/০৩/১৪ খ্রি:।

৪। পুন: নিয়োগ বিজ্ঞপ্তি

সরকারি বিধিমোতাবেক এস.এস নিকেতন খালিশপুর, উপজেলা+জেলা-বাগেরহাট এর শূন্যপদে সহকারী প্রধানশিক্ষক আবশ্যক। ৩০০/= টাকা নগদ/পোষ্টাল অর্ডার, দুই কপি ছবি ও প্রয়োজনীয় কাগজপত্রসহ স্বহস্তে লিখিত দরখাস্ত বিজ্ঞপ্তি প্রকাশের দিন হতে ১৫ (পনের) দিনের মধ্যে প্রধান শিক্ষক বরাবর পৌছাতে হবে।

প্রধান শিক্ষক

৫। নিয়োগ বিজ্ঞপ্তি

সর্বশেষ সরকারী বিধি মোতাবেক ভান্ডারখোলা নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, ডাক: আটজুড়ী, উপজেলা: মোল্লাহাট, বাগেরহাটের শূন্যপদে প্রধান শিক্ষক (তৃতীয়বার) ও সহকারী শিক্ষক/ শিক্ষিকা সামাজিক বিজ্ঞান (১ম বার) আবশ্যক। প্রধান শিক্ষকের ৫০০/- ও সহকারী শিক্ষক/শিক্ষিকার ৩০০/- অফেরৎযোগ্য ব্যাংক ড্রাফট ছবি ও কাগজপত্রসহ সভাপতি বরাবর আবেদনের শেষ তারিখ ০৬-০৩-২০১৪ইং। পূর্বে প্রধান শিক্ষক পদে আবেদনকারীদের ব্যাংক ড্রাফট ব্যতীত আবেদন আবশ্যক।

সভাপতি

৬। আবশ্যক (২য় বার)

সরকারি বিধিমোতাবেক রাজৈর নেছারিয়া ফাজিল (স্নাতক) মাদ্রাসা, ডাকঘর-কালিকাবাড়ীহাট, মোরেলগঞ্জ, বাগেরহাটে একজন করে সহকারী শিক্ষক বিএসসি (গণিত), কৃষিশিক্ষা ও কম্পিউটার অপারেটর আবশ্যক। মহিলাদের অগ্রাধিকার। ৩০০/- অফেরৎযোগ্য পোস্টাল অর্ডারসহ আবেদন পৌছানোর শেষ তারিখ: ৫/০৩/২০১৪।

অধ্যক্ষ

০১৯২৪-৫০৭২৬১

৭। নিয়োগ বিজ্ঞপ্তি

Aroma Shopping Mall Near New Market Khulna সহকারী ম্যানেজার ০১ (এক) জন শিক্ষাগত যোগ্যতা নূন্যতম এইচ.এস.সি কম্পিউটার জ্ঞান থাকতে হবে। সেলসম্যান ০২ (দুই) জন জন শিক্ষাগত যোগ্যতা নূন্যতম এস.এস.সি পাস হতে হবে। যোগাযোগ রোজ বুধবার বিকাল ৩ ঘটিকা।

কর্তৃপক্ষ

৮। আবশ্যক

সরকারি বিধিমতে এইচভিএস হাজী নূরউদ্দিন দাখিল মাদ্রাসা, পো:-তেতুলবাড়িয়া, মোরেলগঞ্জ, বাগেরহাটের শূন্যপদে একজন সহকারী মৌলভী আবশ্যক। ৫০০/- টাকার পোস্টাল, অর্ডার, প্রয়োজনীয় কাগজপত্রসহ সুপার বরাবরে আবেদনের শেষ তারিখ ০৯/০৩/২০১৪। পুরুষ প্রার্থীদের আবেদেনর প্রয়োজন নাই।

সুপার

৯। পুন: আবশ্যক

সর্বশেষ সরকারী বিধি মোতাবেক কৈলাশগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়, ডাক-কৈলাশগঞ্জ, দাকোপ, খুলনার জন্য শূন্যপদে একজন এমএলএসএস আবশ্যক। আগামী ইং ২৬/০২/১৪ তাং এর মধ্যে ০২ কপি ছবি, প্রয়োজনীয় কাগজপত্র ও অগ্রনী ব্যাংক বাজুয়া বাজার শাখার অনুকূলে ৩০০/- টাকার অফেরতযোগ্য ডিডি/পে-অর্ডারসহ প্রধানশিক্ষক বরাবর আবেদন করতে হবে। পূর্বের আবেদনকারীদের আবশ্যক নিস্প্রয়োজন।

প্রধান শিক্ষক

১০। নিয়োগ বিজ্ঞপ্তি

খুলনা মেট্রোপলিটন পুলিশ এর প্রত্যক্ষ তত্ত্ববধানে পরিচালিত মেট্রোপুলিশ লাইন হাই স্কুল, বয়রা, খুলনা-৯০০০ এ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান (এমপিওভুক্ত) এর সর্বশেষ বিধিমালা মোতাবেক ০১ (জন) সহাকারী শিক্ষক (বাংলা) সৃষ্টপদে নিয়োগ করা হইবে। প্রার্থীকে অবশ্যই নিবন্ধনধারী হইতে হইবে। বাংলা বিষয়ে ডিগ্রীধারীদের অগ্রাধিকার দেওয়া হইবে। আগ্রহী প্রার্থী/প্রার্থীগণ সকল শিক্ষাগত যোগ্যতা সনদের সত্যায়িত ফটোকপি পাসপোর্ট সাইজের ০২ (দুই) কপি রঙ্গীন ছবি ও অন্যান্য কাগজপত্রসহ আগামী ২৭/০২/২০১৪ ইং তারিখের মধ্যে বিদ্যালয়ের অফিসে পৌছাতে হবে। আবেদনপত্রের সাথে ৩০০/- (তিনশত) টাকার (অফেরতযোগ্য) পোস্টাল অর্ডার সংযুক্ত করিতে হইবে। আবেদনপত্রে মোবাইল নম্বর উল্লেখ করা আবশ্যক। অসম্পূর্ণ ও ত্রুটিযুক্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হইবে।

প্রধান শিক্ষক

About Bagerhat Info Jobs