প্রচ্ছদ / আরও... / বাগেরহাটে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ

বাগেরহাটে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ

শহর প্রতিবেদক, বাগেরহাট ইনফো ডটকম

বাগেরহাটে করোনাভাইরাসের সংক্রমণ রোধে কর্মহীন হয়ে পড়া ঘরবন্দী মানুষের মাঝে রমজানকে সামনে রেখে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করেছে লতিফ মাস্টার ফাউন্ডেশন।

বুধবার (২২ এপ্রিল) সকালে শহরের ভিআইপি রোড সংলগ্ন সাহাপাড়া এলাকার ফাউন্ডেশন কার্যালয় থেকে এই কার্যক্রম শুরু হয়। শহর ও শহরতলীর এক হাজার অসহায় পরিবারকে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তা পৌঁছে দেন তারা।

করোনার কারণে অফিস-আদালত, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকা ও সংক্রামণ রোধে ঘরে থাকতে গিয়ে কর্মহীন হয়ে পড়া পরিবারগুলোর পাশে এই উদ্যোগ বলে জানিয়েছেন ফাউন্ডেশনের কর্মকর্তারা।

বাগেরহাট পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে চাল, ডাল, তেল, লবন, পেঁয়াজসহ খাদ্যসামগ্রী ছাড়াও সুরক্ষা সরঞ্জাম হিসেবে হ্যান্ড স্যানিটাইজার, ঔধুষ, মাস্ক ও সাবান প্রদান করে তারা।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লতিফ মাস্টার ফাউন্ডেশনের কর্মকর্তা মো. বোরহান উদ্দিন, আব্দুর রাজ্জাক, মো. আসাফুদ্দৌলা জুয়েল, শামিম বেগ, মো সোহেল হোসেন প্রমুখ।

এরআগে ৮ এপ্রিল সদর উপজেলার আরও প্রায় এক হাজার পরিবারকে খাদ্যসহায়তা ও সুরক্ষা সরঞ্জাম প্রদান করে তারা।

এসআই/আইএইচ/বিআই/২২ এপ্রিল, ২০২০

About বাগেরহাট ইনফো নিউজ