প্রচ্ছদ / খবর / বাগেরহাট / কচুয়া / বাগেরহাটের দু’টি উপজেলায় ভোট গ্রহণ শুরু

বাগেরহাটের দু’টি উপজেলায় ভোট গ্রহণ শুরু

Upozela-Election(B.hat-27-02-14)-3উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে বাগেরহাটের কচুয়া ও ফকিরহাট উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে এ দুই উপজেলার ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। ভোটগ্রহণ চলবে বিরতিহীন ভাবে বিকেল ৪টা পর্যন্ত।

নির্বাচনে ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতন। ভোট গ্রহণের শুরুতেই (প্রথম ঘণ্টায়) অনেক কেন্দ্রে দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই দুই উপজেলায় এবার মোট প্রার্থী ২৩ জন। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী ৮ জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ১১ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ৪ জন।

এদের মধ্যে কচুয়ায় চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৮ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন এবং ফকিরহাটে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেছেন।

প্রশাসনের পক্ষ থেকে দুই উপজেলায় ৬১টি ভোটকেন্দ্রের মধ্যে ৩১টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে কচুয়ায় ৫টি এবং ফকিরহাটে ৩টি কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ।

Upozela-Election(B.hat-27-02-14)-1নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ৭টি ইউনিয়ন নিয়ে গঠিত কচুয়া উপজেলায় এবার মোট ভোটার মোট ভোটার ভোটার ৬৭ হাজার ৫৮৬জন। তার মধ্যে পুরুষ ৩৩ হাজার ৭৮৪জন ও মহিলা ৩৩ হাজার ৮০২জন। এই উপজেলায় ২৮টি কেন্দ্রে বুথ সংখ্যা ২১২টি। এর মধ্যে ১৮টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ।

এছাড়া ফকিরহাট উপজেলায় মোট ভোটার ৯৪ হাজার ১২০জন এর মধ্যে পুরুষ ভোটার ৪৭ হাজার ২৪৮ জন এবং মহিলা ভোটার ৪৬ হাজার ৮৭২জন। উপজেলার ৩৩ টি কেন্দ্রে বুথ সংখ্যা ২৩৭ টি। এর মধ্যে ১৩টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ।

উল্লেখ, চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে বাগেরহাটের কোন উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয় নি।

এদিকে, নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার জন্য মাঠে সেনাবাহিনী, বিজিবি ও র‌্যাব টহল দিচ্ছে।

বাগেরহাটের পুলিশ সুপার মো: নিজামুল হক মোল্যা জানান, শান্তিপূর্ণ পরিবেশে বাগেরহাটের দু’টি উপজেলায় ভোট গ্রহণ চলছে।

২৭ ফেব্রুয়ারি ২০১৪ :: নিউজ ডেস্ক
বাগেরহাট ইনফো ডটকম।।
এসআই হকনিউজরুম এডিটর/বিআই

About ইনফো ডেস্ক