বাগেরহাটের ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় কাওছার আলী (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় আহতহন অপর আরেক ছাত্র।
শুক্রবার বিকালে খুলনা-বাগেরহাট সড়কে উপজেলার লখপুর সড়ক ও জনপথ বিভাগের অফিস সংলগ্ন এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত কাওছার আলী (৩০) ফকিরহাটের ভবনা দক্ষিন পাড়া জামে মসজিদের পেশ ইমাম।
আহত ছাত্রের নাম নুর ইসলাম (২৪)। তিনি বটিয়াঘাটা থানার কড়িয়া আলীয়া মাদ্রাসার ছাত্র।
পুলিশ ও প্রত্যাক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকালে একটি বাই-সইকেলে চড়ে ইমাম কাওছার আলী ও তার অপর সঙ্গী নুর ইসলাম মহা-সড়কে উঠছিল। এসময় রুপসা হতে মোংলাগামী যাত্রীবাহী বাস (যশোর-ব-৫০) তাদেরকে পিছন দিক দিয়ে ধাক্কা দেয়।
এতে তারা বাসের চাকায় পিষ্ঠ হন। প্রায় ৫শত গজ বাসের চাকায় বেধে তারা ঝুলতে থাকলে স্থানীয় লোকজন চিৎকার করলে চালক বাসটিকে থামায়।
সে সময় তারা গুরুত্বর আহত হলে স্থানীয় লোকজন হাসপাতালে নেওয়ার পথে ইমাম কাওছার আলী মারা যান। খবর পেয়ে নিহত ইমামের আত্মীয় স্বজন তার লাশ নিয়ে বটিয়াঘাটা থানার কড়িয়া আলীয়া মাদ্রাসায় নিয়ে যায়।
এরির্পোট লেখা পর্যন্ত নিহতের পূনাঙ্গ পরিচায় পাওয়া যায়নি। আহত ছাত্রকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More