বাগেরহাটের মোরেলগঞ্জে ১৪০ বোতল ফেন্সিডিলসহ এক নারীকে গ্রেপ্তার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রর অধিদপ্তর।
রোববার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মোরেলগঞ্জ উপজেলার বণগ্রাম এলাকা থেকে ওই নারীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রূপা বেগম (৩৮) বণগ্রাম এলাকার খোকন শেখের স্ত্রী।
বাগেরহাটে মাদক দ্রব্য নিয়ন্ত্রর অধিদপ্তরের পরিদর্শক জাফরুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বণগ্রাম এলাকার খোকন শেখের বাড়িতে অভিযান চালায় তারা। এসময় ঘরের মাটির মেঝে খুড়ে বস্তাভর্তি অবস্থায় ১৪০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর।
অভিযান চলাকালে খোকন শেখ পালিয়ে গেলেও তার স্ত্রী রূপা বেগমকে গ্রেপ্তার করা হয় বলে জানান অভিযানে নেতৃত্ব দেওয়া জাফরুল আলম।
উদ্ধার হওয়া ফেন্সিডিল ও গ্রেপ্তারকৃতে নারীকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় রোববার রাতে মোরেলগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রর অধিদপ্তরের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More